চোখ মুদে দেখি যে অবয়ব সুন্দর বর্ণিল আকাশে
তুমিও কি খুঁজেছ তারে; কোন এক অন্ধকার সাগরের তলদেশে!
লক্ষ্মী পেঁচার ডাকে ঘুম ভেঙে, এখনো কি হাতড়ে বেড়াও আঁধারের আলো
শিশিরের পতন শব্দে জল তরঙ্গের সুরে, উন্মাতাল দিন কাটে কি আজো!
সবুজ ক্যানভাসে বর্ণিল রঙের ছটায়, উন্মিলিত চোখে আজো কি স্বপ্ন ভাসে
এখনো কি খেলা কর জোনাকির আলোয়; আলো আধারি কচি কিশলয়ে—
নাকি রম্ভার কাঁদির হলুদ রঙের বিবর্তনে, সবুজের হলুদ ব্যাধি নিয়েছ মেনে
নাগরিক মননের যান্ত্রিক সভ্যতায়, ভাসিয়েছ গড্ডালিকা প্রবাহে!
চলো বন্ধু ফিরে যাই; বঙ্গোপসাগরের পলি দিয়ে গড়া সবুজ অরণ্যে
যেথায় আকাশ সদা নীল, অবারিত জলরাশি খেলা করে; আহ্নিক গতির মিতালিতে
সন্ধ্যার আকাশে শ্বেত বলাকা ফিরে চলে আপন নীড়ে, স্বাধীন চিত্তে—
অবোধ বন্ধু! বুঝনি এখনো তুমি? সবই পাবে আমার বাংলাদেশে ।।
কথাকাব্যে দারুণ ছবি ভাসিয়ে তুলেছেন স্যার। কল্পচোখে আঁকা দারুণ কল্পচিত্র। … অভিনন্দন স্যার। সালাম।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, আপনাদের উৎসাহ আমার লেখার প্রধান হাতিয়ার…
ভালোবাসা নিরন্তর। শুভরাত্রি।
আপনার কবিতার নিমন্ত্রণে বাংলাদেশের ছবি ভেসে উঠলো কবি দা। নমস্কার।
* সুপ্রিয় কবি দি, আপনার অনুপ্রেরনায় ধন্য।
ভালো থাকুন সবসময়। শুভরাত্রি।
চলো বন্ধু ফিরে যাই;




kub dharun kobi vai,,,,,,,,,,,,

* ধন্যবাদ প্রিয় কবি মান্নান ভাই…
শুভরাত্রি।
অভিনন্দন কবি দিলওয়ার হুসাইন।
* অভিভূত, সুপ্রিয় কবি।
শুভরাত্রি।
অনবদ্য কবিতা অনেক প্রেরণা পেলাম কবি দা
***সুপ্রিয় কবি দা, আপনাদের ভালো লাগা আমার প্রধান প্রেরণা…
ভালো থাকুন সবসময়।