🔲
কথা বলছি না বলে ভেবোনা বধির হয়ে গেছি, কিংবা প্রশ্নের
প্রত্যুত্তরে কিছু বলছি না বলে ভেবোনা অনুভূতিহীন হয়ে গেছি
যে পথে চলি, যে জমিনে লাঙ্গল দিয়ে মাটিকে ক্ষত-বিক্ষত করি
যে বৃক্ষের ছায়া নিয়ে ক্লান্ত পথিক শান্ত হয়, পুনরায় তাকেই
আঘাতের পর আঘাত করি, কই; কোনদিন শুনেছো প্রতিবাদী কণ্ঠস্বর?
কিংবা দেখেছো?
দ্যাখোনি, ভাবোনি, কোনোদিন বুঝোনি, বুঝার চেষ্টাও করোনি
ভালোবাসা কতোটা আঘাত আর যন্ত্রণার নাম, তবে কি করে বুঝবে,
জানবে, বধিরের প্রত্যুত্তর কতোটা বিভীষিকাময়; বলো কি করে বুঝবে
কতোটা ভালোবাসার স্নায়ু একত্রিত হলে এতোটা যন্ত্রণা
বয়ে চলতে পারে ভালোবাসাকে ভালোবেসে…
অতঃপর,
তোমাকে ভালো না বেসে বৃক্ষ কিংবা পথকে ভালোবাসাই উত্তম।
আমিন ভাই। আপনার কবিতা অনেক ভালো হয়েছে। শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ আপু।
শ্রদ্ধেয় আমিন দাদা, আপনার লেখা কবিতা পড়ে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। শুভেচ্ছা জানবেন।
জেনে ভালো লাগলো ভাই। আশা করি ভুল সংশোধনের সুযোগ করে দিবেন।
দ্যাখোনি, ভাবোনি, কোনোদিন বুঝোনি, বুঝার চেষ্টাও করোনি
ভালোবাসা কতোটা আঘাত আর যন্ত্রণার নাম, তবে কি করে বুঝবে,
* শুভরাত্রি।
বেলীর ভালোবাসা নিবেন।
অতঃপর চমৎকার এক শাব্দিক প্রক্ষেপণ হয়েছে মি. রুদ্র আমিন। অভিনন্দন।
শ্রদ্ধা এবং ভালোবাসা
সুন্দর।
ভালো লাগা
কবিতায় আক্ষেপ। কবি আরও শত বর্ষ বাঁচতে হবে কিন্তু।
চেষ্টা চালিয়ে যাচ্ছি, এজন্য আপনাদের গঠনমূলক মন্তব্য খুব প্রয়োজন।