আসা যাওয়া
ধ্যাত্তেরি ছাই আবার লোডশেডিং—
দেয়ালের ফিসফিস আলাপচারিতা বেশ শোনা যায়
ইজিচেয়ার নড়ছে ক্যাঁচক্যাঁচ।
ছুঁচো’র বুকডন সারা ঘর জুড়ে
আলো এলে ফ্যানের বাতাসে ম্যাজিকের মতো ভ্যানিশ হবে সব
তার আগে বারান্দায় ইজিচেয়ারের মৌলিক দোল।
তারা গোণা শুরু হতেই দিনের মতো ফর্সা সব
লোডশেডিং এর মা-বাপ নেই
বিরক্ত করে চলে যায় আবার রোমান্টিক হলেও বাঁধা হয়ে দাঁড়ায়।
সুন্দর এবং পরিপাটি কবিতা। অভিনন্দন কবিবন্ধু তুবা।
অনেক সুন্দর কবিতা হয়েছে কবি দিদি ভাই।
বেশ চমৎকার লিখেছেন শ্রদ্ধেয়, ♥
ভালো লাগলো,,শুভেচ্ছা জানবেন,,!
খুব ভালো লেগেছে।
ভীষণ ব্যঞ্জনাময়; বিশেষ করে শেষ প্যারাটা।
ছুঁচো’র বুকডন সারা ঘর জুড়ে
আলো এলে ফ্যানের বাতাসে ম্যাজিকের মতো ভ্যানিশ হবে সব
তার আগে বারান্দায় ইজিচেয়ারের মৌলিক দোল।
* বাহ! চমৎকার…