এটাই আসল আমি…

এটাই আসল আমি…

একটা হায়েনার চেহারা
আতংকিত এক জনপদে যখন ত্রাসের সঞ্চার করছিলো
তখনকার এক মধ্যদুপুরে জন্ম আমার।

অদৃশ্য এক বাঘের চোখ তাকিয়ে আছে
এমন লগন ছিলো ওটা।
আমি নির্ণিমেশ চেয়ে আছি-
শুভমুহুর্তের কাউন্টডাউন চলছে… টিক.. টিক…।

এলাম
বাঘটা ভিতরে।
দু’জনের চার চোখ মিলে আমার চোখে
বাঘের দৃষ্টি।

বাঘটা জিতে গেলে
হারলাম আমি।
জনমভর একটা পশুকে সাথে নিয়ে চলা
বিষম দায়
অনুভবে জানলাম দিবাযামি।

তবুও
এক পশুমানবের দৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে দেখবার ব্যাকুলতায়
নিরন্তর দেখে চলে এক আদিম মানব
দৃষ্টির ক্যানভাস নিমেষে হয়ে ওঠে তার
শীতের এক মুঠো নরম রোদ্দুর!
অণুক্ষণ.. সারাবেলা…।।

___________
#পশুমানব
ফটো ক্রেডিট: Labiba Mamun Khan

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

12 thoughts on “এটাই আসল আমি…

  1. আপনি মনে হয় নিজেকে নিয়ে খুবই চিন্তায় থাকেন? তাই আপনার লেখার মাঝে আপনার জীবনে প্রতিচ্ছবি ভেসে উঠে। জয় হোক আপনার। শুভকামনা সারাক্ষণ ।

  2. কবি'কে তো জানলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif কথা হচ্ছে কবি চরণ বহুদিন পড়ে না শব্দনীড় এ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

  3. * অসাধারণ শব্দ চয়ন প্রিয় কবি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।