এটাই আসল আমি…
একটা হায়েনার চেহারা
আতংকিত এক জনপদে যখন ত্রাসের সঞ্চার করছিলো
তখনকার এক মধ্যদুপুরে জন্ম আমার।
অদৃশ্য এক বাঘের চোখ তাকিয়ে আছে
এমন লগন ছিলো ওটা।
আমি নির্ণিমেশ চেয়ে আছি-
শুভমুহুর্তের কাউন্টডাউন চলছে… টিক.. টিক…।
এলাম
বাঘটা ভিতরে।
দু’জনের চার চোখ মিলে আমার চোখে
বাঘের দৃষ্টি।
বাঘটা জিতে গেলে
হারলাম আমি।
জনমভর একটা পশুকে সাথে নিয়ে চলা
বিষম দায়
অনুভবে জানলাম দিবাযামি।
তবুও
এক পশুমানবের দৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে দেখবার ব্যাকুলতায়
নিরন্তর দেখে চলে এক আদিম মানব
দৃষ্টির ক্যানভাস নিমেষে হয়ে ওঠে তার
শীতের এক মুঠো নরম রোদ্দুর!
অণুক্ষণ.. সারাবেলা…।।
___________
#পশুমানব
ফটো ক্রেডিট: Labiba Mamun Khan
অসাধারণ এক স্বকীয়তা।
Thanks Ria Didi
My avra software not working, so I've to answer in English. Sorry..
নিজেকে নিয়ে দারুণ বিশ্লেষণ।
Thanks Kobi'Da
আপনি মনে হয় নিজেকে নিয়ে খুবই চিন্তায় থাকেন? তাই আপনার লেখার মাঝে আপনার জীবনে প্রতিচ্ছবি ভেসে উঠে। জয় হোক আপনার। শুভকামনা সারাক্ষণ ।
ভালো কবিতা এবং সুন্দর ছবি
কবি'কে তো জানলাম।
কথা হচ্ছে কবি চরণ বহুদিন পড়ে না শব্দনীড় এ। 
* অসাধারণ শব্দ চয়ন প্রিয় কবি…