ছাপোষা চাকুরে

হরিপদ কেরানী না হলেও
আমি এক সামান্য ছাপোষা চাকুরে।
ভোরের সুর্যের সাথে সকালের টানাটানি,
বাস ধরবার হেস্ত নেস্ত পেরিয়ে,
ঠিক আটটায় পৌছে যাওয়ার নিত্য যুদ্ধে
লেগে থাকি জীবন থেকে জীবনে।

প্রেম বলো, গান বলো, আর ভালো লাগা,
ছাপোষা চাকুরের মনের গহীনেই থেকে
যায়, থেকে যায় সিনেমার পোষ্টারে,
মাইকের ভেসে আসা গানে আর কল্পনায়।

জমির আলি অথবা হরিদাস পালের সুখ
দুঃখ, হাসি কান্না মিশে থাকে রোজকার
হাজিরা আর ওভারটাইমের পাঞ্চকার্ডে।

মিনিটের দেরীতে কাটা পরে হাজিরা,
কাটা পরে দৈনন্দিন বেতন, ভালোবাসা বা
ভাল লাগা দৌড়ে পালায় দূর, বহুদুর।

চাকরী যাওয়া আর নতুন করে পাওয়া
এটুকুতে ভর করে চলে জীবিকার ট্রেন,
তারপরেও আসে প্রেম, আসে ভালো লাগা,
জীবনের ক্যানভাসে রঙ লাগায়
আরো এক ছাপোষা নারী।

সেও বড়ো ক্ষনকালের, বড়ো স্থুল,
কাজের গতির সাথে কমে বাড়ে
দুজনের ভালবাসা, কাছে আসা।
জন্ম নেয় আরো এক প্রজন্ম,
আরো এক ছাপোশা চাকুরে,
হয়তো বা নারী কিম্বা পুরুষ।

7 thoughts on “ছাপোষা চাকুরে

  1. অহোদিন আমাদের অনেকের এভাবেই যায় দিন। উদয় হতে অস্ত জীবন চলে অনিবার্য পরিবর্তনহীন। বিধির লিখন কিনা জানি না; আমাদের চারিপাশ প্রেক্ষাপট এমনই। 

  2. চাকরী যাওয়া আর নতুন করে পাওয়া
    এটুকুতে ভর করে চলে জীবিকার ট্রেন, https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. ছাপোষা চাকুরে জীবন না ঘর না বাহির। না দিন না সুর্যাস্তের। :(

  4. জীবনের ক্যানভাসে রঙ লাগায়
    আরো এক ছাপোষা নারী।

    * অনেক সুন্দর ভাব বিন্যাস… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. বাঁধা পড়ে আছি গোয়ালে। দুঃখ, হাসি কান্না মিশে থাকে রোজকার হাজিরা আর ওভারটাইমের পাঞ্চকার্ডে। একদম পারফেক্ট।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।