ভগবান কেমন করে গড়েছেন
আমায় অথবা তোমায়,
সে খবর আমার জানা নাই,
সে খবরে আমার কোনদিন ছিলো না মন,
তবে দশ মাস কষ্টের গর্ভধারণ,
খেয়ে না খেয়ে সৃষ্টির লালন পালন,
এ শুধু তোমাতেই পাই, নারী,
মা আমার, গর্ভধারিণী মা।
সৃষ্টির উষা লগ্নে বীজ থেকে গাছ,
মাটির বুক চিরে নতুন জীবন,
গাছের তন্তু থেকে লজ্জা নিবারন,
আচ্ছাদন, মানব সমাজের এগিয়ে চলা,
সে সবই তোমার,
নারী শুধু তোমারই অবদান।
জীবন থেকে জীবনকে বয়ে চলা,
গাছ থেকে ফল, ফল থেকে গাছ,
লজ্জার আচ্ছাদনে নিজেকে মুড়ানো,
প্রকৃতির আস্ফালনে তোমার ধীরচিত্তের
অসাধারন নিমগ্নতা, তোমার বিরুদ্ধেই,
তোমাকে বন্দী হতেই হয়েছে ব্যবহার।
ব্যক্তি সম্পত্তির লোভের কাছে,
বিশেষ মুহুর্তের দুর্বলতা আর
কিছু নিরাপদ আশ্রয়ের লোভ,
তোমাকে এনে দিয়েছে পরাধীনতার শিকল,
পুরুষের শক্তির কাছে পরাভব মেনে,
হয়ে গেছো সন্তান উৎপাদনের যন্ত্রমানব।
প্রবঞ্চনা, মিথ্যা আর মিথ্যা আশাবাদের
কুট কৌশলে তুমি আজো বন্দী,
নারী মুক্তির কথা বলে আজো তুমি পন্য,
ক্ষমতার অংশীদার হয়েও পুরুষের ক্রীড়নক।
০৮ই মার্চ, ২০১৯ইং।