ফিরে এসো পিতা

ফিরে এসো পিতা

রক্তময় রবি আর শোকাহত চাঁদ শুধু করছে রঞ্জিত
এ বেলা সাড়াবেলা নীলিমায় রঙমেখেছে অহত আগস্ট-
আকাশে বাতাসে রক্তিম আর্তনাদের ঘ্রাণ ছড়ছে
সেতো গঙ্গাস্রোতোবহা ক্রন্দনে ক্রন্দনে ১৫ আগস্ট।

তবুও লক্ষ লক্ষ অশ্রুসিক্ত উচ্ছ্বাসে ভেসে উঠে
আবার ফিরে এসো পিতা! আমরা অপেক্ষীত-
মোদের দেহে সমস্ত রক্তের ভাজে ভাজে উষ্ণময়
ফুলেল বাংলায় গায়ে করো ধ্বণিত উদ্বেলিত ।

দেখে যাও কলঙ্কিত এখন রাজপথে রক্তাক্ত ইট
পাথর দেয়ালের গায়ে প্রশ্নবিব্ধ করেছে কষ্টে-
খুঁজেছি রঞ্জিত লাল সবুজে, দিবে ভেঙ্গে পিতা,
ফিরে এসো এক বার – ফিরে এসো পিতা।
১৪-০৮-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “ফিরে এসো পিতা

  1. আকাশে বাতাসে রক্তিম আর্তনাদের ঘ্রাণ ছড়ছে
    সেতো গঙ্গাস্রোতোবহা ক্রন্দনে ক্রন্দনে ১৫ আগস্ট। :(

    1. জ্বি মুরুব্বী দা

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

    1. জ্বি সাঈদ দা

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

    1. জ্বি রিয়া দিদি

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

  2. দেখে যাও কলঙ্কিত এখন রাজপথে রক্তাক্ত ইট
    পাথর দেয়ালের গায়ে প্রশ্নবিব্ধ করেছে কষ্টে-
    খুঁজেছি রঞ্জিত লাল সবুজে, দিবে ভেঙ্গে পিতা,
    ফিরে এসো এক বার – ফিরে এসো পিতা।

     

    * বিনম্র শ্রদ্ধা…

    1. জ্বি হুসাইন দা

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

    1. জ্বি মণ্ডল দিদি

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।