নীল নীল

নীল নীল

হলুদ বিকেল ফ্রেমে বাঁধানো
মেঘ মেঘ সন্ধ্যের ডানা
নীল দেখি লালাভ আকাশে
মনের ফ্রেমে তুই;

কোকিল বাতাস বইলেই মন আনচান
সর্ষে পায়ে তোর খোঁজ
চড়ুই দিন উড়াল ডানায়
তুই কোথায়?
সন্ধ্যে নামছে মেঘ হয়ে
মনের ফ্রেমে তুই
বৃষ্টির রঙ নীল নীল
এবার তো আয়।

2 thoughts on “নীল নীল

  1. :) বরাবরের মতো সুন্দর। ঈদ শুভেচ্ছা প্রিয় নির্বাসনের মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।