ক্ষীয়মাণ
মনিবন্ধ মধ্যমার সর্বংসহা ঊর্মি !
যার জয়ন্তী শুরু হায় উপদা-
স্বৈরাচারী যে পাণি।
কতবার করতল দৃষ্টিহীন করেছো
চতুরঙ্গ এদিকে স্বাদিত হই
ওদিকে পররাত যায়;
বলো আর কতকাল রব অগ্নিসহ
এটা কারণ হয় তো জানি
ক্ষণজন্মা তাই না?
তবে কেনো শুনতে পায় না শুভ
গুঞ্জন কিংবা কেকা- অথচ
এখানেই ক্ষীয়মাণ।
১৬-০৮-১৮
————
কবিতায় অপ্রাপ্তির গান ! ভালো লেগেছে । ধন্যবাদ ভাই
সুকঠিন সব শব্দ কথায় কবিতার গড়ন গড়ে উঠেছে। অভিনন্দন প্রিয় বাউল কবি।
বাহ্। চমৎকার কবিতা প্রিয় কবিবাবু।
দারুণ সব শব্দ চয়নে চমৎকার লিখেছেন,,
ভালো লেগেছে আমার অনেক♥♥♥
শুভেচ্ছা জানবেন কবি♥
কতবার করতল দৃষ্টিহীন করেছো
চতুরঙ্গ এদিকে স্বাদিত হই
ওদিকে পররাত যায়;
*

