ক্ষীয়মাণ

ক্ষীয়মাণ

মনিবন্ধ মধ্যমার সর্বংসহা ঊর্মি !
যার জয়ন্তী শুরু হায় উপদা-
স্বৈরাচারী যে পাণি।

কতবার করতল দৃষ্টিহীন করেছো
চতুরঙ্গ এদিকে স্বাদিত হই
ওদিকে পররাত যায়;

বলো আর কতকাল রব অগ্নিসহ
এটা কারণ হয় তো জানি
ক্ষণজন্মা তাই না?

তবে কেনো শুনতে পায় না শুভ
গুঞ্জন কিংবা কেকা- অথচ
এখানেই ক্ষীয়মাণ।
১৬-০৮-১৮
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “ক্ষীয়মাণ

  1. কবিতায় অপ্রাপ্তির গান ! ভালো লেগেছে । ধন্যবাদ ভাই 

  2. সুকঠিন সব শব্দ কথায় কবিতার গড়ন গড়ে উঠেছে। অভিনন্দন প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. দারুণ সব শব্দ চয়নে চমৎকার লিখেছেন,,

    ভালো লেগেছে আমার অনেক♥♥♥

    শুভেচ্ছা জানবেন কবি♥

  4. কতবার করতল দৃষ্টিহীন করেছো
    চতুরঙ্গ এদিকে স্বাদিত হই
    ওদিকে পররাত যায়;

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।