সত্যিকারের ভালোবাসা

সবকিছুই আগের মত আছে, ফুল যেমন আছে; মৌমাছিও তেমন আছে। শুধু মাঝখান থেকে লুন্ঠিত হয়ে যায় ফুলের মধুটুকু, পবিত্রতাটুকু; কখনো ফুলের ইচ্ছায়, কখনো অনিচ্ছায়, কখনোবা “তোমায় ভালোবাসি” এটা প্রমানের জন্যে।

মুঠো মুঠো শারিরিক ভালোবাসা আছে, ক’মিনিটের প্যাকেটজাত ভালোবাসা আছে, নষ্টামীর লালসা আছে। নেই শুধু পবিত্র ভালোবাসার ইচ্ছে (বিয়ে), নিজেকে পবিত্র রাখার ইচ্ছে, কিংবা “তোমায় ছাড়া থাকতে পারবো না”- আবেগটুকু।

ভালোবাসা জোর করে প্রমানের বিষয় নয়, শরীর দিয়েও প্রমানের বিষয় নয়। সত্যিকারের ভালোবাসার ভিত্তি থাকে “জীবন সাথী’র জন্যে নিজেকে পবিত্র রাখা, তাকে পাওয়ার পর (বিয়ের মাধ্যমে) তার বিশ্বাস বজায় রাখা ও তাকে ছাড়া থাকতে পারবোনা- এই আবেগটুকুর” মাঝে। ভালোবাসার প্রধান উপাদান বিশ্বাস, বিশ্বাস এবং বিশ্বাস। No faith, no love.

ভালোবাসা দেখতে হলে চলে আসুন কোন এক মধ্যবিত্ত পরিবারে…
: মা, খাচ্ছো না কেন, কত সময় যে গড়িয়ে গেল!
: তোরা খেয়ে নে বাপ, আমি তোদের বাবা এলে একসাথে খাবো।

: অনেক রাত হয়ে গেলো, এখনো খাচ্ছো না কেন বাবা!
: তোরা খেয়ে নেয়ে, তোদের মাকে ছাড়া কখনো একা খেয়েছি? আমার খিদে নেই…।
দেখেছেন, ভালোবাসাটুকু!

আমার টুকরো টুকরো লেখার ঝুড়ি…

3 thoughts on “সত্যিকারের ভালোবাসা

  1. ভালোবাসা দেখতে হলে চলে আসুন কোন এক মধ্যবিত্ত পরিবারে…

     

    * https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সত্যিকারের ভালোবাসার ভিত্তি থাকে “জীবন সাথী’র জন্যে নিজেকে পবিত্র রাখা, তাকে পাওয়ার পর (বিয়ের মাধ্যমে)। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।