কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’

অনেক নক্ষত্র ঝরে যায় পৃথিবীর উপত্যকায়,
অনেক মেঘ মরে যায় আকাশের শূন্যতায়;
বুকের গভীরে বাজে শুধু করুন বাঁশি,
কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’।

পথ চলতে চলতে নদীও হয় ক্লান্ত,
কচুরিপানার ভীড়ে জলের গান তাই পরিশ্রান্ত;
কপোলের টোলে আর হাসে না হাসি,
কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’।

বলাকার পালকে হারায় বিকেলের ব্যথিত রোদ,
পাঁজরে পাঁজরে বয়স নিয়েছে নিষ্ঠুর শোধ;
নির্জনে একা একা বসে আজ হতাশায় ভাসি,
কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’।

সুদর্শন নিয়ে যায় সন্ধ্যার সকল সময়,
সাধের এ জীবন পৃথিবীর পথে হয় ক্ষয়;
চোখের কোলে স্বপ্ন ভাঙে দুরন্ত বানভাসি,
কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’।

জ্যোৎস্নায় কাঁদে শিশির ঝরা পাতার গানে,
এ মন উচাটন হারায় জোনাকির প্রাণে;
শরীরের ভাঁজে ভাঁজে ধূসর অন্ধকার সর্বগ্রাসি,
কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’।

5 thoughts on “কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’

  1. নির্জনে একা একা বসে আজ হতাশায় ভাসি,
    কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’।——চমৎকার আবেগ প্রকাশ কবি দা

    অনেক শুভেচ্ছা নিবেন————

  2. অনেক নক্ষত্র ঝরে যায় পৃথিবীর উপত্যকায়,
    অনেক মেঘ মরে যায় আকাশের শূন্যতায়;
    বুকের গভীরে বাজে শুধু করুন বাঁশি,
    কখনো হলো না বলা তাকে ‘ভালোবাসি’। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. অনেকদিন পর আপনার লিখা পড়লাম। আশা করবো ভালো ছিলেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4.  

    কবিতার অন্তমিলগুলো বেশ চমৎকার। অন্তমিলসহ কবিতায় এমন গভীর ভাবনা সাধারণত দেখা যায় না। এই কবিতাটা বেশ সুন্দর লেগেছে 

     

  5. বেশ কিছু কাল পর আপনার লেখা পড়লাম। জানিনা আপনার উপস্থিতি এতো কম কেন; তারপরও চাই আপনি আমাদের মাঝে নিয়মিত থাকবেন। আপনার জন্য শুভকামনা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।