তোমার পুজার ছলে

তোমাকে এড়াতে চাই, যদিও ভালবাসি।
ভালবাসি তোমাকে ততোটাই
সারা জীবনে যতোটুকু নিশ্বাস,
যতোটুকু অক্সিজেন নিতে পারি।
ঠিক ততোটাই তোমাকে ভালবাসি,
ভালবেসে ভালবেসে কাটিয়ে দিতে চাই,
বার বার তোমার কাছেই ফিরে যেতে চাই,
ফিরে যাই মনে মনে,
ফিরে যাই কাছাকাছি।
তারপরেও কাছে যেতে চাই না,
তারপরেও মাছের মতো জীবন,
ভেসে বেড়াবো ভালবাসার অথৈ জলে,
অথচ জলের ছোয়ায় ভিজাবো না মন।
তোমাকে ইশ্বরী ভেবে আজকাল পুজায়
মগ্ন হই, আরাধ্য করি,
মনের ধুপ ধুনোয় পুজো করি
তোমাকে ভুলে থাকার ছলনায়।
আমার ভালবাসার জলে ভাসা জীবনে,
এক নক্ষত্রের মতো আমার আকাশে,
তুমি থাকো জ্বল জ্বলে ধ্রুবতারা,
পুব দিকে উঠে আমাকে পথ দেখাও,
আমাকে একা এই জটিল জং ধরা ভুবনে
আলোর দিশারী হয়ে অন্ধকারে আলো দাও,
আলো দাও প্রতি ক্ষনে, প্রতি ক্ষনে।

2 thoughts on “তোমার পুজার ছলে

  1. আলোর দিশারী হয়ে অন্ধকারে আলো দাও,
    আলো দাও প্রতি ক্ষণে, প্রতি ক্ষণে। ____ হৃদয়ের প্রত্যাশাও তাই। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।