আঁধার কাঁদায়

আঁধার কাঁদায়

এক পৃথিবীর রূপুজ্জবল ছায়া
কখনো গভীর রহস্যময় কাজল-
কখনো প্রণয়ে মায়া ছড়া রঙিন;

এভাবেই আঁধার আসে একদিন
সবার অজানতেই- পৃথিবী ধ্বংস
রূপ জ্বালাময় ঘন পূর্ণিমা রাত শুধু
স্মৃতিরবাতি আর জোনাকির কায়া;

এমনি করে চলে যাওয়া -বড়ই পাথর
ক্ষীয়মাণ চাঁদ- ভাল থাক এ ফুলেল
রঙধনু মেঘ, কাশবন আর শঙ্খচিল-
ডানার পারে ঐ টগরফুলের ঘ্রাণে।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “আঁধার কাঁদায়

  1. এভাবেই আঁধার আসে একদিন
    সবার অজানতেই। ___ সার্থক কবিতা প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কাশবন আর শঙ্খচিল এর মতো সুন্দর কবিতা কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Claps.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।