আঁধার কাঁদায়
এক পৃথিবীর রূপুজ্জবল ছায়া
কখনো গভীর রহস্যময় কাজল-
কখনো প্রণয়ে মায়া ছড়া রঙিন;
এভাবেই আঁধার আসে একদিন
সবার অজানতেই- পৃথিবী ধ্বংস
রূপ জ্বালাময় ঘন পূর্ণিমা রাত শুধু
স্মৃতিরবাতি আর জোনাকির কায়া;
এমনি করে চলে যাওয়া -বড়ই পাথর
ক্ষীয়মাণ চাঁদ- ভাল থাক এ ফুলেল
রঙধনু মেঘ, কাশবন আর শঙ্খচিল-
ডানার পারে ঐ টগরফুলের ঘ্রাণে।
এভাবেই আঁধার আসে একদিন
সবার অজানতেই। ___ সার্থক কবিতা প্রিয় বাউল কবি মি. সরকার।
কাশবন আর শঙ্খচিল এর মতো সুন্দর কবিতা কবিবাবু।