প্রেতাত্মার ঘুঙুর
আসলে চেয়েছিলাম প্রেতাত্মার বাতাসের মতন
তার ঘুঙুর সর্বত্র বাজুক
সব অলিগলি, চোরাগলি, কানাগলি
শুধু তার নিজের গলি ছাড়া।
আমরা নড়ব না —
আমরা হাইওয়েতে দাঁড়াব,
ট্রাফিক সিগন্যালে দাঁড়াব,
কবরের পাশে প্রেমিকার সাথে রতিক্রিয়া করব,
নর্তকীর ঘরে অম্ল-মধুর চেখে যাব,
বিঁড়ির দোকানে জটলা করব,
ফ্যানেদের সাথে মিশরের ফারাও হয়ে ফ্যানে ভাত খাব,
একদম নিজেদের আসন থেকে নড়ব না।
ল্যাপটপ মোবাইল থেকে জনে জনে
শয়ে শয়ে কবিতার তীর ছুড়ে দেব।
শুধু সে আহ্লাদী প্রেতিনী হয়ে, আপন ঘরবাড়ি ভুলে
নর্তকী হয়ে আমাদের চোখের সামনে দিয়ে নেচে নেচে বেড়াবে।
অনিন্দ্য এক শাব্দিক কল্পনা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। ঈদ মোবারক।
অনেক ধন্যবাদ কবি বন্ধু ।
অসাধারণ একটি লেখা উপহার দিদি ভাই। ভাল থাকবেন এই আশীর্বাদ করি।
এমন করে বললে ছুঁয়ে যায় বোন ।
চমৎকার ! চমৎকার !
অনেক ধন্যবাদ কবি বন্ধু ।