জঞ্জাল বেদনাময় রূপকথা

কোথায় যেন থমকে গেছি
পুরানো স্মৃতির ধূলো সরিয়ে যা পাই তা আর এখন আমার নয়,
উই পোকায় কেটে রাখা কবিতার বইয়ের মত অচল জঞ্জাল বেদনাময় রূপকথা।
কোন দিন চোখ তুলে দেখতে পারিনি কতটা ক্ষত ভেসে গেলো আবিরের রঙে,
কোন মায়াবী হরিণী চোখ মহুয়ার বনে, কাঁকনে সোহাগে ইশারায় কে ডেকেছিলো
নদীর ভাঙ্গনের আগে।

বড় যত্নে তুলে রাখা খেলনা পুতুল গুলো আজো নগ্ন,
পুরানো শাড়ীর পার থেকে তাকে আর বউ সাজানো হয় না,
বড় গুলোকে নিয়ে সবাই রবোকপ বানিয়েছে।

আমি যেনো কোথা থেকে শুরু করেছিলাম!?
না খুঁজে পাচ্ছি না;
আমি শুরুটা আর খুঁজে না পেয়ে
থমকে যাই
থমকে আছি প্রথাগত ধোয়া ওঠা চায়ের কাপে।
আমি কেন যে গরম চা খেতে পারি না…!!

5 thoughts on “জঞ্জাল বেদনাময় রূপকথা

  1. বড় যত্নে তুলে রাখা খেলনা পুতুল গুলো আজো নগ্ন,
    পুরানো শাড়ীর পার থেকে তাকে আর বউ সাজানো হয় না,
    বড় গুলোকে নিয়ে সবাই রবোকপ বানিয়েছে।

    দারুণ কল্পচিত্র মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. উই পোকায় কেটে রাখা কবিতার বইয়ের মত অচল জঞ্জাল বেদনাময় রূপকথা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আপনার লেখা আগেও পড়েছি আমি। আমার ভাল লাগে।

  4. থমকে আছি প্রথাগত ধোয়া ওঠা চায়ের কাপে।
    আমি কেন যে গরম চা খেতে পারি না…!!

     

    * মুগ্ধ!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।