এ যুগের তালেব মাষ্টার

আমি একজন সাইফুদ্দীন, অথবা রাম,
স্যাম, যদু বা মধু নাম দিলেই চলে,
বাংলাদেশের হাজার লাখো
স্কুল কলেজের এক দরিদ্র মাষ্টার,
যার কপালে এম পি ও জোটে না,
কারো বা নাম এলেও পয়সা মিলে না।
আমি এ যুগের হতভাগা তালেব মাষ্টার ।
আবু বকর সিদ্দীক স্যারের চিরচেনা তালেব মাষ্টার,
ইংরেজ স্কুল ইন্সপেক্টরের তিন পা অয়ালা কুকুর,
একপায়ের খরচ সমান তাঁর বেতন,
এই ডিজিটালে কিছুই আসে না হাতে,
যদি না আমি হই কোন দল – উপদল।
মাঝে মাঝে ডিজিটালের কেরামতি,
দল বে-দলের লাঠালাঠি,
সংসারের হাড়িতে শুধুই পানি,
দিন যায় দিন আসে,
শিক্ষাভবন থেকে হাইকোর্ট,
কখনো রিক্সা চালাই,
কখনো বা মাল উঠানামা,
খেতে তো লাগে এই শহরে,
বেঁচে থাকার নিত্য প্রয়োজনে।

3 thoughts on “এ যুগের তালেব মাষ্টার

  1. তালেব মাষ্টার আত্মকথনে শিক্ষক জীবনের কঠিন বাস্তবতার চিত্রায়ণ অসাধারণ।  ঈদ মোবারক প্রিয় কবি কাজী রাশেদ। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে অনুপ্রানিত হই। পাশে থাকবেন।

  3. এ যে সত্য এবং আমার আশেপাশেরই বাস্তবতার আদল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।