নিরঞ্জনের না বলা কথা ২৬

সদ্য ঘুম ভাঙা কাউকে
মৃত্যু সংবাদও দিতে নেই,
প্রশ্ন তো ঢের দূরের জিনিস।
এই বোধটুকু আছে বলেই
নিরঞ্জনকে নিয়ে এতো কথা।

বৈশাখের অলস এক তপ্ত দুপুরে
হঠাৎ ঘুম থেকে জেগে দেখি,
একা একা নিবিষ্ট মনে প্রায়
আদুল গায়ে মেঝেতে বসা,
আমাদের নিরঞ্জন।

– কিরে কখন এলি, ডাকলি না যে?

– তুইতো ঘুমোচ্ছিলি।

– তো কি হয়ছে, তুই হঠাৎ অসময়ে?

– জানিস অরুণ, ভয়ংকর খুনীও
ঘুমের মাঝে খুব অসহায় থাকে।

– কী জানি!

– হুম, পড়েছিলাম কোথায় যেন।
আচ্ছা বল তো,
ঘুমালে বিপাশাকে কেমন দেখায়?

– কিভাবে বলবো,
সেই সৌভাগ্যতো আমার হয়নি!

ঝড়ের বেগে দাঁড়িয়ে,
আরক্ত চোখে শুধু বললো,
“জীবন নিয়ে রসিকতা
করতে হয় না রে অরুণ,
বন্ধুত্ব মানেই হাসি তামশা না।”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

7 thoughts on “নিরঞ্জনের না বলা কথা ২৬

  1. অনেকদিন পর নিরঞ্জনের না বলা কথা পড়লাম মি. রোমেল আজিজ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর এই ধারাবাহিক কবিতাটির আগের কথা গুলো মনে পড়ে গেলো। :)

  3. ভয়ংকর খুনিও নিদ্রাবস্থায় খুব অসহায়!

    বাস্তব কথা। তাই লোকে বলে, "ঘুমে আর মরণে সমান।"

    লেখককে ধন্যবাদ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।