লালচারি ভরা জল

লালচারি ভরা জল

লাল চন্দনপুষ্প জ্ঞানসাগরে
অবোঝ ঝরে জল-
কালো মিয়ার মুর্খমেঘ রঙ্গরসে
হাটু জুড়ে বল
-বল দেখি খল–
পঞ্চ ইন্দ্রিয়গোচর ভরে জল খাই-
ঐ ওয়াসার স্রোত মুখে-
ডুব দিতে যাই!
-ওরা তো কাবু পূর্ণিমার
চারি ভরা জল করে ঝল ঝল নক্ষত্র রাত-
ওরা তো সবুজ সোনালী
শস্যক্ষেতের রাক্ষস;
আমন্ত্রন জানাবো না ডুব সাগর,-
অসহ্য যন্ত্রনা একলাই থাকি,
আঁধারে বিবস্ত্রহীন ফানুষ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “লালচারি ভরা জল

  1. সিরিয়াস লিখায়ও আপনি দারুণ স্বাচ্ছন্দ। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. লালচারি সম্ভবত লাল রং এর মাটির বড় বাসন বুঝিয়েছেন তাই কি কবি ভাই ? সুন্দর।

মন্তব্য প্রধান বন্ধ আছে।