আমার ছেলে-
পেটের মধ্যে লম্ফঝম্ফ
এক গ্রাস ভাতের উপর নিচ লাফানো
মাঝেমধ্যে গুঁতো দেওয়া জ্যান্ত মাংসপিণ্ড
চোখে ঘুম নেই একবছর
বাচ্চার হাত পা মুখ কথা বলছে
‘মা’ ‘মা’ ডাকে-দুপুরে রাতে ঘুম খাওয়া চলে যায়
‘বড় হবে কবে?’
‘মানুষ হবে কবে?’
রাস্তার ঠা ঠা রোদ্দুরে মাতৃত্ব আগুন সেঁকছে
একাকীত্ব অসহায় পাতা গুলো উনুনের পূজারী।
ভালো লিখা।
সত্যিই আজকের ছেলেমেয়ে সেটা কি আর বুঝে হয়তো বুঝে একসময়
মুগদ্ধতা রেখে গেলো আপু
চমৎকার প্রকাশ
বেশ।
*

