ছোট্ট বিকেল

ছোট্ট বিকেল

নুয়েছে বিকেলের রোদ শরতের কাশফুলে
মেঠো পাড়ার সারা ঝি, জার ক্লান্ত অবসাদে
ছাতিমের গন্ধে চড়ুই বাতাসে
কলমীর মায়া দোল দেয় নিহিরের কাশবনে, দু’পা মাটি ছোঁয়-
দু’পা জল, এইখানে বিকেলের মৌসুম
সাদা আকাশে চিলের ডানা
কারোর নেশায় ছোপছোপ ছায়া তার মেঠো পথ যায়…

ছোট্ট বিকেলের হঠাৎ বৃষ্টি,গেঁয়ো ঘ্রাণ
মাঠের ঘাসে, ধূলোর পথে, দূরে কাচা ধানের গাছ
এই শান্ত-অশান্তরে কে বুঝেছ নস্টালজিক, সরব উপস্থিতি
চিনাবাদামে বয়সী পাতার ছটপটানি
পাখির ভাষা শহর গ্রামের হাড়েহাড়ে নাচ!

________________
তাং-৩০/০৮/১৮ ইং |

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

10 thoughts on “ছোট্ট বিকেল

  1. কবিতা পাঠের যে সুখ এখানে পাওয়া যায়। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান। :)

  2. ছোট্ট বিকেলের হঠাৎ বৃষ্টি,গেঁয়ো ঘ্রাণ
    মাঠের ঘাসে, ধূলোর পথে, দূরে কাচা ধানের গাছ————-

  3. "মেঠো পাড়ার সারা ঝি, জার ক্লান্ত অবসাদে
    ছাতিমের গন্ধে চড়ুই বাতাসে
    কলমীর মায়া দোল দেয় নিহিরের কাশবনে, দু’পা মাটি ছোঁয়-
    দু’পা জল, এইখানে বিকেলের মৌসুম"—- চমৎকার চিত্রকল্প উপলব্ধি করলাম! শুভ কামনা প্রিয় কবি! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।