ছোট্ট বিকেল
নুয়েছে বিকেলের রোদ শরতের কাশফুলে
মেঠো পাড়ার সারা ঝি, জার ক্লান্ত অবসাদে
ছাতিমের গন্ধে চড়ুই বাতাসে
কলমীর মায়া দোল দেয় নিহিরের কাশবনে, দু’পা মাটি ছোঁয়-
দু’পা জল, এইখানে বিকেলের মৌসুম
সাদা আকাশে চিলের ডানা
কারোর নেশায় ছোপছোপ ছায়া তার মেঠো পথ যায়…
ছোট্ট বিকেলের হঠাৎ বৃষ্টি,গেঁয়ো ঘ্রাণ
মাঠের ঘাসে, ধূলোর পথে, দূরে কাচা ধানের গাছ
এই শান্ত-অশান্তরে কে বুঝেছ নস্টালজিক, সরব উপস্থিতি
চিনাবাদামে বয়সী পাতার ছটপটানি
পাখির ভাষা শহর গ্রামের হাড়েহাড়ে নাচ!
________________
তাং-৩০/০৮/১৮ ইং |
কবিতা পাঠের যে সুখ এখানে পাওয়া যায়। অভিনন্দন প্রিয় কবি মি. টিপু সুলতান।
ভালবাসা স্যার
ছোট্ট বিকেলের হঠাৎ বৃষ্টি,গেঁয়ো ঘ্রাণ
মাঠের ঘাসে, ধূলোর পথে, দূরে কাচা ধানের গাছ————-
শুভেচ্ছা দাদা।
"মেঠো পাড়ার সারা ঝি, জার ক্লান্ত অবসাদে
ছাতিমের গন্ধে চড়ুই বাতাসে
কলমীর মায়া দোল দেয় নিহিরের কাশবনে, দু’পা মাটি ছোঁয়-
দু’পা জল, এইখানে বিকেলের মৌসুম"—- চমৎকার চিত্রকল্প উপলব্ধি করলাম! শুভ কামনা প্রিয় কবি!
কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রিয় কবি
কবিতা অনেক সুন্দর হয়েছে কবি দা।
এককথায় সুন্দর কবিতা সুলতান ভাই।
ধন্যবাদ কবি দিভাই
শুভেচ্ছা দাদা।প্রিয় কবি