পুলকিত প্রতীক্ষা

প্রতীক্ষায় যতটুকু হই পুলকিত
প্রাপ্তিতে ততটুকু হইনা বিমোহিত;
বৃষ্টির প্রহর গুনি চাতক পাখির মতো
স্টেশনে দাঁড়িয়ে থাকে যাত্রী আছে যতো।

তুমি আসবে বলে স্বপ্ন দেখি অবিরত
যুগ যুগান্তর কেটে যায় হইনা ক্লান্ত
স্বপ্ন দেখি; স্বপ্নে বাঁচি, স্বপ্ন নিরন্তর
পেয়েছি কি পাই নাই সে প্রশ্ন আজ অবান্তর।

জগতের যত সুখ প্রতীক্ষার তরে
যা পেয়েছ তার মূল্য দিতে পেরেছ কত জনে ?
পাওয়ার তরে তোমার মাঝে জন্ম নেয় যে উদগ্রীবতা
সমীকরণে যদি না পাও সমতা; গ্রাস করে নিমিষে বিষণ্ণতা।

পাওয়ার আশায় থেকে; পথ ছেয়ে থাকি বসে
পথে করি ঠিকানা; আমৃত্যু যা কেউ নেবে না কেড়ে
প্রাপ্তির ধন যদি করতে না পার রক্ষন
মম জ্বালায় রূপ নেবে তব অন্তঃদহন।

অপেক্ষায় আছি স্বপ্নের জাল বুনি
ইচ্ছে মতো স্বপ্নের ক্যানভাসে চালাই রঙ তুলি।

8 thoughts on “পুলকিত প্রতীক্ষা

  1. 'অপেক্ষায় আছি স্বপ্নের জাল বুনি
    ইচ্ছে মতো স্বপ্নের ক্যানভাসে চালাই রঙ তুলি।''

    ____ আমরাও অপেক্ষায় আছি প্রিয় কবি স্যার। নতুন প্রকাশনায় যেন লিখাটি পাই। :)

  2. অনিন্দ্য সুন্দর কবিতা। শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়ে গেলাম কবি দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. আমার কাছে আপনার এই লেখাটিও ভালো লাগলো। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।