নিঃসঙ্গ লুটানো পাতা
প্রেমকে বোঝা হয় না তেমন; পানসে পানসে লাগে।
ভীষণ লজ্জা পায় বুকের করোটিতে জেগে থাকা মন
আমার থেকে বরং পাখি ভালো উড়বার আকাশ পায়
কৃতজ্ঞ বেলার গোধুলী পায়, ললিত প্রসূনের গাছ পায়-
জলঝিনুকের নদী-খাল ডিঙিয়ে
পৃথিবীর মতন চওড়া মাঠ পায়।
গদগড়া পৃথিবী এখন কাছাকাছি নেই
তোমার মতন আলাদা হয়ে গেছে নিঃসন্তান বালিকা-
তারপর! নিরুৎসুক বার্তায় নিঃসঙ্গ লুটানো পাতার মতন
কেবল সোনালি বিকেলের পরে
একাকী সন্ধ্যাত্রয়ে এলিয়ে পড়ে
যে যার নিজের মধ্য লুকায়, আত্মগোপন!
_______________
তাং- ১২/০৮/১৮ ইং
এককথায় সুন্দর কবিতা পাঠ হলো। অভিনন্দন প্রিয় কবি দা।
ধন্যবাদ দিভাই
নিরুৎসুক বার্তায় নিঃসঙ্গ লুটানো পাতার মতন কেবল সোনালি বিকেল।
শ্রদ্ধা দাদা
আপনার লিখা গুলোকে ভীষণ আপন মনে হয় মি. টিপু সুলতান। শুভ সন্ধ্যা।
ভালবাসা স্যার | শুভ রাত্রি
গতানুগতিকতার সাথে যায়, শুভকামনা জানুন।
ভালবাসা
তোমার মতন আলাদা হয়ে গেছে নিঃসন্তান বালিকা-
তারপর! নিরুৎসুক বার্তায় নিঃসঙ্গ লুটানো পাতার মতন …
* বেশ সুন্দর…
ভালবাসা প্রিয় কবি