করতে চাও প্রেম করো
মন যদি চায় আরো,
যখন যাকে ভালো লাগে
তখন তার হাত ধরো।
দামের এই বাজারে
সস্তা প্রেম আহারে!
খাঁটি প্রেম আজ স্বপ্নতেও
মিলছে না নজরে।
প্রেম দেখি কই আর?
শুধু ডেটিং এর বাহার,
বাদাম চিবোয় আর খুঁজে যায়
সুযোগ বোতাম খোলার।
দেহ ভোগের নেশা
আর মিথ্যে করে হাসা,
ভালো থাকার অভিনয়ের
নাম কি ভালোবাসা?
প্রান জুড়ে শুধু মোহ
মন নয়, চায় দেহ,
কামনাতে ঘামা ছাড়া
চায় না কিছুই কেহ।
হিসাব নিকাশ যখন
কান্না কাটি তখন,
সময় মত বুঝবে অধিক
প্রেমের মজা কেমন!
ঘুম নেই রাত জুড়ে,
অন্যের ঘুম কেড়ে,
নির্ঘুম প্রেমী প্রস্তুত হও
কষ্ট আসছে তেড়ে।
ঘুম নেই রাত জুড়ে, অন্যের ঘুম কেড়ে,
নির্ঘুম প্রেমী প্রস্তুত হও কষ্ট আসছে তেড়ে।
পরিণতি কিন্তু এটাই, নির্মেদ সত্য আমরা কবে বুঝবো কবি !!
অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই।
যথার্থ বলেছেন। এসব বদমাশদের কষ্টরা ভালো করে আকড়ে ধরুক।
খারাপ বলেননি।
সুন্দর প্রয়াস, বাস্তব কথা উঠে এসেছে।
প্রেরণা পেলাম।
সময় মত বুঝবে অধিক
প্রেমের মজা কেমন!
* অসাধারণ…
শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ।
ভাল থাকবেন।
সামাজিক ব্যাধি বা অসঙ্গতি তুলে ধরেছেন মনে হলো।
ঠিক ধরেছেন ভাই।