শুয়ে আছি মুক্তো নিয়ে

শুয়ে আছি মুক্তো নিয়ে

গোছানো স্যুটকেস সামনে বসে আছি।
দেওয়াল ঘড়ির একটানা
টিক টিক আওয়াজ
আর
তোমার ফেলে যাওয়া
লিপস্টিকগ্লস – ময়শ্চারাইজার – পাউডার কেস
সিঁদুর ফেসওয়াশ মায়
ন্যাপকিনের খালি প্যাকেট
ক্রমশই কেবলই বড় হয়ে
সমস্ত ঘরটাকে বিষাদের গাঢ় প্রলেপে
ঢেকে দিচ্ছে।
তোমার স্বেদসিক্ত বিছানায় শুয়ে
সাদা সিলিংয়ের দিকে তাকিয়ে
ভাবনার ঝিনুক থেকে একটানা
স্মৃতির
মুক্তোগুলো খুলে চলেছি আমি ;
আমাদের সেই রাগ দুঃখ অভিমান
আমাদের সেই
ভালোবাসা – ভালোবাসা – ভালোবাসা
আর ভালোবাসার মুক্তোগুলো।
তুমি চলে যাওয়ার দিন থেকেই
টিকটিকিগুলোও কোথায় উধাও
মাকড়সারা জাল বুনে নেমে আসে না
জ্বলে না গতজন্মের নীল
স্বপ্নিল
নাইট ল্যাম্প,
চন্দন ধূপ কিম্বা রুম ফ্রেশনারের
সুগন্ধও নিরুদ্দেশ
খোলা হয় না
দক্ষিণ পশ্চিমের জানলাটাও।
সারা বিছানায় শুধু
তোমার
অনাবৃত শরীরের গন্ধ।
আমাদের একলা ঘরে এখন
উড়ে বেড়ায় – ভেসে বেড়ায়
দেওয়াল ঘড়ির একঘেয়ে আর্তনাদ
আর
ঝিনুক খোলা
মুক্তোগুলো।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

8 thoughts on “শুয়ে আছি মুক্তো নিয়ে

  1. তোমার ফেলে যাওয়া
    লিপস্টিকগ্লস – ময়শ্চারাইজার – পাউডার কেস
    সিঁদুর ফেসওয়াশ মায়
    ন্যাপকিনের খালি প্যাকেট
    ক্রমশই কেবলই বড় হয়ে
    সমস্ত ঘরটাকে বিষাদের গাঢ় প্রলেপে
    ঢেকে দিচ্ছে।——–চমৎকার প্রকাশ করেছেন কবি দা

  2. জীবন বড়ই আনন্দের। এমন স্বপ্ন কথা পড়লে বাঁচতে বড়ো ইচ্ছে হয় প্রিয় কবি সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. তুমি চলে যাওয়ার দিন থেকেই
    টিকটিকিগুলোও কোথায় উধাও
    মাকড়সারা জাল বুনে নেমে আসে না
    জ্বলে না গতজন্মের নীল
    স্বপ্নিল
    নাইট ল্যাম্প,

     

    * মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি দাদা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

     

    *

  4. কবিতাটার আধুনিক অবয়ব, দারুণ চিত্রকল্প এবং বিনির্মাণ আমাকে মুগ্ধ করেছে! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।