চলে যেতে যেতে
আরো একবার
ফিরে তাকানোর
মতো-
বুকের গভীরে
রেখো কিছু ভুল,
এঁকো কিছু নীল-
ক্ষত।
14 thoughts on “অণু”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চলে যেতে যেতে
আরো একবার
ফিরে তাকানোর
মতো-
বুকের গভীরে
রেখো কিছু ভুল,
এঁকো কিছু নীল-
ক্ষত।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সেই ভালো সেই ভালো মি. শংকর দেবনাথ। অণু শিল্প নন্দিত হবেই হবে।
ধন্যবাদ দাদা।
* চমৎকার কবি দা…
ধন্যবাদ। শুভকামনা সতত।
এককথায় দারুণ কবি দা।
ধন্যবাদ। শুভকামনা সতত।
সুন্দর।
শুভেচ্ছা। ধন্যবাদ।
চমৎকার লিখেছেন,,,
ছোট হলেও গভীরতা অনেক,,,
শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।
সুন্দর।
ধন্যবাদ। শুভকামনা।
চলে যেতে যেতে
আরো একবার
ফিরে তাকানোর
মতো-
বুকের গভীরে
রেখো কিছু ভুল,
এঁকো কিছু নীল-
ক্ষত।
নীল ক্ষতে বয়ে যায় পিপাসার ধারা , একা কত রাখি ভুল প্রিয়তম ছাড়া।
ফিরে দেখা ফিরে যায় প্রানহীন মনে , যেতে যেতে অশ্রু ঝড়ে জানে র্সবজনে।
বাহ্ দুর্দান্ত লিখলেন তো। ধন্যবাদ।







