রাত্রির হাতে হাত রেখে ঘুমিয়ে পড়ে পৃথিবীর সমস্ত আলো
জাগ্রত আঁধারের বুকে লুকোচুরি খেলে সপ্তপদী রঙ –
সমস্তটা আঁধার সে ধারণ করে আপনা বুকে
কৃষ্ণবর্ণ নিস্তব্ধতার সাথে সবচেয়ে গভীর মিতালি থাকে নীল জলের-
বেলাভূমির ঢেউ ছুঁইছুঁই জলে
একটি দ্বিপুটক ঝিনুক হেঁটে যায় অন্য আরেকটি ঝিনুকের দিকে;
সে এক অন্য জীবন।
অন্ধকার সাগর জলকে তখন মনে হয় নেশার শরাব
ইচ্ছে করে-
সাগরের বুকে একটা বরফকল পেতে দিয়ে
দু’হাতে আঁজলা ভরে পিয়ে নেই ব্লু সি-ওয়াটার
মহোল্লাসে খসিয়ে দেই অন্তরিক্ষের অন্তত দু’একটি নক্ষত্র।
উল্লাস পর্ব শেষ হয়ে এলে-
সমুদ্রকে না হয় দু’একটা প্রশ্নও করা যাবে;
জিজ্ঞেস করা হবে-
সমুদ্র, তোমার লোনা জল ভালো লাগে?
রাত্রিকে জিজ্ঞেস করা যাবে-
রাত্রি, তোমার অন্ধকার ভালো লাগে?
পা’য়ে এসে আছড়ে পড়া ঢেউকে জিজ্ঞেস করা হবে-
ঢেউ, তোমার পা’য়ে আছড়ে পড়তে ভালো লাগে?
সমুদ্র, রাত্রি, অন্ধকার;
ওরা যদি সম্মিলিত হয়ে আমাকে জিজ্ঞেস করে-
কবি, তোমার বেতনমুখী কবিতা ভালো লাগে?
তখন আমরা পরস্পরকে কি জবাব দেব?
প্রশ্নোত্তর পর্ব সাঙ্গ হলে-
অদূরে-
রূপালী আলোতে দেখা যাবে-
জলে ভিজতে ভিজতে ঝিনুক দু’টি পৌঁছে গেছে একে অপরের নৈকট্যে;
নিজেদের শুকিয়ে নিতে ওদের তখন দরকার হবে-
কিছু উষ্ণতা- একটু গরম কাপড়- মোজা তোয়ালে;
আর অনেকটা গাঢ় নির্জন অন্ধকার।
লিখাটি পড়লাম মি. জাহিদ অনিক। আপনার লিখায় বরাবরই শান্ত স্নিগ্ধতা থাকে।
ধন্যবাদ মুরুব্বী।
দু’হাতে আঁজলা ভরে পিয়ে নেই ব্লু সি-ওয়াটার
মহোল্লাসে খসিয়ে দেই অন্তরিক্ষের অন্তত দু’একটি নক্ষত্র
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ইলহাম
শুভেচ্ছান্তে
আপনার কবিতা পড়লে মন থেকে তৃপ্তি উঠে আসে।
অনেক ধন্যবাদ কবি দিদিভাই
অসাধারণ অনুভব ভাই।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় সৌমিত্র চক্রবর্তী
* অনেক সুন্দর প্রকাশ…
কৃতজ্ঞতা ও শুভেচ্ছান্তে মুহাম্মদ দিলওয়ার হুসাইন
দীর্ঘ কবিতা আমি অনেক সময়ই এড়িয়ে যাই, কারন কবিতা গুলো বেশিরভাগই আসত্তি ধরে রাখতে পারে না। এই কবিতাটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা লাইনই পরের লাইনে যাবার আগ্রহ বাড়িয়েছে। শুভেচ্ছা রইলো কবি
"একটি দ্বিপুটক ঝিনুক হেঁটে যায় অন্য আরেকটি ঝিনুকের দিকে;
সে এক অন্য জীবন।"
চমৎকার আন্তরিক মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো রোমেল আজিজ
সমুদ্র, রাত্রি, অন্ধকার;

ওরা যদি সম্মিলিত হয়ে আমাকে জিজ্ঞেস করে-
কবি, তোমার বেতনমুখী কবিতা ভালো লাগে?
তখন আমরা পরস্পরকে কি জবাব দেব?
সুন্দর কবিতা
কবিতা পাঠ ও মন্তব্যে ভালো লাগা খেয়ালী মন।
কবিতা পাঠ ও মন্তব্যে ভালো লাগা খেয়ালী মন।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
মুগ্ধ হয়ে পড়লাম!
"উল্লাস পর্ব শেষ হয়ে এলে-
সমুদ্রকে না হয় দু’একটা প্রশ্নও করা যাবে;
জিজ্ঞেস করা হবে-
সমুদ্র, তোমার লোনা জল ভালো লাগে?"—দারুণ !
আপনার মুগ্ধ পাঠে আমার অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
শুভেচ্ছান্তে – মিড ডে ডেজারট