এইতো আটলান্টিকের তীরে সেই আমি আর আমার অপকীর্তি এ যাবত যা প্রকাশ হয়েছেঃ
জীবন পথের বাকে বাকে। একজন ম্যারিনারের ডাইরি। বইমেলা ২০১২ সালে। ISBN: 978-984-90146-8-3
২০১২
মম চিত্তে নিতি নৃত্যেঃ উপন্যাস। প্রকাশক- নওরোজ সাহিত্য সম্ভার, প্রকাশকাল-বইমেলা ২০১৫ সালে। ISBN: 978-984-702-074-7
ভূত ভয়ংকর। ভূতের গল্প। প্রকাশক- নওরোজ সাহিত্য সম্ভার, প্রকাশ কাল- বইমেলা ২০১৫ সালে। ISBN: 978-984-702-073-0
ষড় ঋতু-ছোট গল্প। প্রকাশক- নওরোজ সাহিত্য সম্ভার, প্রকাশ কাল- বইমেলা ২০১৫ সালে। ISBN: 978-984-702-072-3
নক্ষত্রের গোধূলি। উপন্যাস। প্রকাশক- নওরোজ সাহিত্য সম্ভার, প্রকাশ কাল-বইমেলা ২০১৬ সালে। ISBN: 978-984-702-091-4
সব কিছু বিলাইয়া দিলাম, আর কি দিমু?
আলহামদুলিল্লাহ বন্ধু। আল্লাহ আপনাকে হাজারও মানুষের ভালোবাসা দিয়েছে।
ধন্যবাদ সুপ্রিয়। ভালবাসা পাই নাই শুধু কিছু বিলিয়েও দিয়েছি জনাব, ভুইলা গেছেন নাকি? এখনও বিলানোর তালেই আছি লাগলে কইবেন।








আর কত দিমু?
আপনার প্রকাশনার কভার ছবি দেখলাম খালিদ উমর দা। জীবনে অনেক অর্জন। অভিনন্দন জানবেন।
ধন্যবাদ দিদিমনি, আমার বইগুলি আপনাদের কলেজ স্ট্রিটে রিতা পাবলিকেশনে পেতে পারেন। তবে আমি যদি কোনদিন কোলকাতা যাই তাহলে আপনার জন্য নিয়ে যাব। আমার এই পাবলিশার আমাদের দেশের বিখ্যাত পাবলিশার সারা পৃথিবীতে এদের প্রকাশনা যায়। যা অর্জন করেছি তার মধ্যে মানুষের ভালবাসাই বেশি। আপনার অভিনন্দন জানলাম। আপনাদের সবার জন্য আমার ক্ষুদ্র হৃদয়ের ভালবাসা অনন্তকালের জন্য।




অভিনন্দন খালিদ ভাই। আমি খুবই আনন্দিত হলাম আপনার প্রকাশনার সাথে পরিচিত হতে পেরে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
দাদা, আপনাদের আশীর্বাদ পেয়ে এমই ধন্য। অনেক অনেক ভালবাসা।
