পুরোনো শহরের স্মৃতি

একদিন আমিও ছিলাম তোমার পুরোনো শহরে
আমারও বসতভিটা ছিলো তোমার পুরোনো সে
শহর জুড়ে ৷

ভালোবাসাময় এক যৌথ খামার ছিলো সেখানে ,
দুয়ার ছিলো ; ছিলো জানালা ভরা প্রিয় আকাশ
আর তুমি ছিলে ৷

আমার অপেক্ষাতেই বন্দী থাকতে ভেতর দুয়ারে
কখন ফিরবো আর কড়া নাড়বো খামারের সেই
বন্ধ দুয়ারে জোড়ে ৷

আজও স্বপ্ন দেখার স্বপ্নেরা আছে তোমার শহরে ,
শূন্যতা আর হতাশার যৌথ গ্রহণ চলছেই আজও
আমার শহর জুড়ে ৷

যে শহরে একদিন ছিলো ভালোবাসার মাদকতা
সে শহর আজকে ভালোবাসাহীন ; আছে শূন্যতা
আর ব্যার্থতা ৷

তোমার শহরে আজ জানালা ভরা প্রিয় আকাশ ,
আর আমার শহরে আজও পাওয়া না পাওয়ার
যন্ত্রনার বসবাস ৷

তোমার শহরে তুমি তোমার মতো ভালো থেকো ,
অামিও ভালো থাকার অভিনয়টা আমার মতো
শিখে নেবো ৷

12 thoughts on “পুরোনো শহরের স্মৃতি

  1. তোমার শহরে তুমি তোমার মতো ভালো থেকো ,
    অামিও ভালো থাকার অভিনয়টা আমার মতো
    শিখে নেবো ৷

     

    * অনেক দামী কথা, কবিতাও বেশ সুন্দর হয়েছে… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সময় আমাদের অনেক কিছুই ভুলিয়ে দেয় অথবা জুড়ে দেয়। পুরোনো শহরের ফিকে হয়ে আসা স্মৃতিও সতেজ হয়ে উঠতে পারে; যদি থাকে সময় অনুকূল। শুভেচ্ছা কবি। :)

  3. শহর শব্দটার অতিরিক্ত ব্যবহার কবিতার মূল্ভাবকে প্রভাবিত করেছে…

     

    শুভ কামনা কবি…

মন্তব্য প্রধান বন্ধ আছে।