একদিন আমিও ছিলাম তোমার পুরোনো শহরে
আমারও বসতভিটা ছিলো তোমার পুরোনো সে
শহর জুড়ে ৷
ভালোবাসাময় এক যৌথ খামার ছিলো সেখানে ,
দুয়ার ছিলো ; ছিলো জানালা ভরা প্রিয় আকাশ
আর তুমি ছিলে ৷
আমার অপেক্ষাতেই বন্দী থাকতে ভেতর দুয়ারে
কখন ফিরবো আর কড়া নাড়বো খামারের সেই
বন্ধ দুয়ারে জোড়ে ৷
আজও স্বপ্ন দেখার স্বপ্নেরা আছে তোমার শহরে ,
শূন্যতা আর হতাশার যৌথ গ্রহণ চলছেই আজও
আমার শহর জুড়ে ৷
যে শহরে একদিন ছিলো ভালোবাসার মাদকতা
সে শহর আজকে ভালোবাসাহীন ; আছে শূন্যতা
আর ব্যার্থতা ৷
তোমার শহরে আজ জানালা ভরা প্রিয় আকাশ ,
আর আমার শহরে আজও পাওয়া না পাওয়ার
যন্ত্রনার বসবাস ৷
তোমার শহরে তুমি তোমার মতো ভালো থেকো ,
অামিও ভালো থাকার অভিনয়টা আমার মতো
শিখে নেবো ৷
তোমার শহরে তুমি তোমার মতো ভালো থেকো ,
অামিও ভালো থাকার অভিনয়টা আমার মতো
শিখে নেবো ৷
* অনেক দামী কথা, কবিতাও বেশ সুন্দর হয়েছে…
ধন্যবাদ দাদাভাই আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য
সময় আমাদের অনেক কিছুই ভুলিয়ে দেয় অথবা জুড়ে দেয়। পুরোনো শহরের ফিকে হয়ে আসা স্মৃতিও সতেজ হয়ে উঠতে পারে; যদি থাকে সময় অনুকূল। শুভেচ্ছা কবি।
ধন্যবাদ দাদাভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য
শুভেচ্ছা নিন কবি দা। ভাল কবিতা।
ভালোবাসা রইলো দিদিভাই
শহর শব্দটার অতিরিক্ত ব্যবহার কবিতার মূল্ভাবকে প্রভাবিত করেছে…
শুভ কামনা কবি…
ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য
অামিও ভালো থাকার অভিনয়টা আমার মতো
শিখে নেবো
তাই শিখে নিন দাদাভাই
শুভেচ্ছা জানবেন কবি।
ভালোবাসা রইলো দাদাভাই