চব্বিশ ডিগ্রী ছয় সেকেন্ড
ফিরিয়ে দিয়ো আংটি, জলকাব্যের ঘর
শরতের দুই চোখে অগাস্ট কাশবন
উদযাপন হোক পানীয় দিন,
জলীয় উৎসব।
আরো আরো দূরে, যতদূর যাবে দৃষ্টি
দ্বিতীয় মৃত্যু খুঁজে নেবে
রক্তের তেতো ঘুণ
নবান্নের আগমন।
স্পীডবোট ভেসে যাবে, ছিন্ন রুমাল
মুখ মুছে দুঃখ হয়েছিল জমা যত
শুষে নেয়া বাতাসে একবচন শোক
ছায়ার মরচে ঢাকছে তমালের বন।
দেয়াল এভাবেই দাঁড়িয়ে থাকে ঠাঁয়
আঙ্গুলে আঙ্গুলে আংটি
জলঠোসা বদল, এখনো তবু
ফেরারী প্রাণে জাগে দ্রাঘিমার উৎসব।
দেয়াল এভাবেই দাঁড়িয়ে থাকে ঠাঁয়
আঙ্গুলে আঙ্গুলে আংটি
জলঠোসা বদল, এখনো তবু
ফেরারী প্রাণে জাগে দ্রাঘিমার উৎসব।——-চমৎকার ভাবনার প্রকাশ তুবা আপু
ধন্যবাদ কবি ভাই।
ফিরিয়ে দিয়ো আংটি, জলকাব্যের ঘর
শরতের দুই চোখে অগাস্ট কাশবন
উদযাপন হোক পানীয় দিন,
জলীয় উৎসব। ___ মুগ্ধকাড়া এই কবিতা পূর্ণ স্বতন্ত্রভাবের দাবি রাখে।
ধন্যবাদ প্রিয় বন্ধু। শুভসকাল।
অত্যন্ত সুন্দর অনুভূতিসূচক দারুণ কবিতা
ধন্যবাদ কবি টিপু সুলতান।
অতিসুন্দর লেখা।
ধন্যবাদ ভাই।
দ্বিতীয়বার পড়লাম এবং আমার মতো করে অর্থ করে দারুণ কবিতা-সুখ পেলাম।
আনন্দিত হলাম ভাই।
মুগ্ধ হলাম কবি দিদি ভাই।
ধন্যবাদ রিয়া দি।
অপুর্ব সৃষ্টি মনে হয়েছে আমার কাছে




ধন্যবাদ ইলহাম ভাই।
অনেক অনেক সুন্দর।
ধন্যবাদ দাদা।