সাজবহরে পলক

সাজবহরে পলক

তোর লাজুক লাজুক পলক গো সুন্দর
ঠিক লজ্জাপতির মতো -ঘাসফড়িং ডানায়
উড়ো গো-কার বাঁশনি বাঁশের ভালোবাসায় !

আতর মাখা -সুরমা লাগা -সৌরভে ছড়া
আর সাজবহর আছে নীলাসমান জুড়ে তারা-
মিটমিটানি ইচ্ছা করে পরশ গো প্রেমের মায়ায়।

ভয়ের উজানে ঠোঁটের কাপনে বর্ণনীল ভাজ-
স্বজনের মিছিলে আজ নিশিতে পড়েছি তাজ!
শুধু লাজুক লাজুক পলকে হারিয়ে গেছে-
শুকনো প্রণয়ে মেঘরাঙা বৃষ্টি ভিজা সাজ !

নিশ্বাসে ভাবিস -বিশ্বাসে রাখিস ও ঘাসফড়িং
আয় না আয় উড়ে আয়- এই ঝিরিঝিরি পূর্ণিমায়।

০৩/০৯/১৬

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “সাজবহরে পলক

  1. ' ভয়ের উজানে ঠোঁটের কাপনে বর্ণনীল ভাজ-
    স্বজনের মিছিলে আজ নিশিতে পড়েছি তাজ!'

    ___ অসাধারণ কাব্য গাথা। অভিনন্দন প্রিয় বাউল তবি মি.সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2.  খুব ভালো লিখেছেন প্রিয় কবি।

    বিশেষ করে "ঝিরঝিরি পূর্ণিমা" — বাক্যটি দারুণ লেগেছেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।