সাজবহরে পলক
তোর লাজুক লাজুক পলক গো সুন্দর
ঠিক লজ্জাপতির মতো -ঘাসফড়িং ডানায়
উড়ো গো-কার বাঁশনি বাঁশের ভালোবাসায় !
আতর মাখা -সুরমা লাগা -সৌরভে ছড়া
আর সাজবহর আছে নীলাসমান জুড়ে তারা-
মিটমিটানি ইচ্ছা করে পরশ গো প্রেমের মায়ায়।
ভয়ের উজানে ঠোঁটের কাপনে বর্ণনীল ভাজ-
স্বজনের মিছিলে আজ নিশিতে পড়েছি তাজ!
শুধু লাজুক লাজুক পলকে হারিয়ে গেছে-
শুকনো প্রণয়ে মেঘরাঙা বৃষ্টি ভিজা সাজ !
নিশ্বাসে ভাবিস -বিশ্বাসে রাখিস ও ঘাসফড়িং
আয় না আয় উড়ে আয়- এই ঝিরিঝিরি পূর্ণিমায়।
০৩/০৯/১৬
' ভয়ের উজানে ঠোঁটের কাপনে বর্ণনীল ভাজ-
স্বজনের মিছিলে আজ নিশিতে পড়েছি তাজ!'
___ অসাধারণ কাব্য গাথা। অভিনন্দন প্রিয় বাউল তবি মি.সরকার।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
অভিনন্দন কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
খুব ভালো লিখেছেন প্রিয় কবি।
বিশেষ করে "ঝিরঝিরি পূর্ণিমা" — বাক্যটি দারুণ লেগেছে


জ্বি ইলহাম দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
কবি লিটন ভাইয়ের জন্য একরাশ শুভেচ্ছা।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
সুন্দর লিখেছেন ভাই।
জ্বি তুবা আপু
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-
খুব ভাল কবিতা।
জ্বি শংকর দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন————-