দুঃখ নয় – দুঃখের ভেতরে কিছু সুক্ষ্ম সুক্ষ্ম সুখ চুকচুক করে খায় স্রাবিত বোধের মধ্যে রোদের মতন ক্ষত থেকে রসায়ন আর বিক্রিয়া সঞ্জাত তার সাহসী স্বপ্ন থেকে মেখে নিয়ে বিন্দু বিন্দু সিন্ধুঘ্রাণ প্রাণ হাসে বুকে – সুখে মেলে দিয়ে ডালপালা – নালা হয় নদী আর বোধি তার অনন্তের জলাশয়—
দুঃখ নয়- দুঃখের দহন –
গোপনে গোপনে করে পাললিক জীবন বহন—
10 thoughts on “পাললিক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দুঃখের ভেতরেও সূক্ষ্ম সুখ; চুকচুক করে খায় স্রাবিত বোধ। ___ শতভাগ সত্য প্রিয় কবি।
ধন্যবাদ দাদা।
সুন্দর হয়েছে দাদা।
ধন্যবাদ দিদিভাই



















বাহ! সুন্দর পাললিক জীবনের চিত্র ফুটে উঠেছে প্রিয় কবি




ধন্যবাদ। শুভেচ্ছা।




সুন্দর।
ধন্যবাদ
দুঃখ নয় – দুঃখের ভেতরে কিছু সুক্ষ্ম সুক্ষ্ম সুখ …
ধন্যবাদ