পাললিক

দুঃখ নয় – দুঃখের ভেতরে কিছু সুক্ষ্ম সুক্ষ্ম সুখ চুকচুক করে খায় স্রাবিত বোধের মধ্যে রোদের মতন ক্ষত থেকে রসায়ন আর বিক্রিয়া সঞ্জাত তার সাহসী স্বপ্ন থেকে মেখে নিয়ে বিন্দু বিন্দু সিন্ধুঘ্রাণ প্রাণ হাসে বুকে – সুখে মেলে দিয়ে ডালপালা – নালা হয় নদী আর বোধি তার অনন্তের জলাশয়—
দুঃখ নয়- দুঃখের দহন –
গোপনে গোপনে করে পাললিক জীবন বহন—

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

10 thoughts on “পাললিক

  1. দুঃখের ভেতরেও সূক্ষ্ম সুখ; চুকচুক করে খায় স্রাবিত বোধ। ___ শতভাগ সত্য প্রিয় কবি।

  2. দুঃখ নয় – দুঃখের ভেতরে কিছু সুক্ষ্ম সুক্ষ্ম সুখ  …https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।