অভ্যন্তরীণ

আমার ভেতরে এক নারী বাস করে
তার ভেতরেরটা আমার চেনাজানা,
যেন পরিচিত কোন পার্কের দাগ কাটা রাস্তা
সে হাঁটে পায়ে মিলিয়ে পা, আমি হাঁটি
সে হাসে কণ্ঠে মিলিয়ে কণ্ঠ, আমিও হাসি
তার বিছানা বালিশ চাদর বড্ড পরিপাটি।

আমার ভেতরে এক নারী বাস করে-
তাকে আমি দেখতে পাই না
ছুঁতে পাই না;
আবছায়া দেখে দৌড়ে ছুঁটে যাই না।
পুরুষের অন্দরে থাকে যে নারী,
পর হলেও কখনো ছাড়ে না ঘর।

ভোররাতে আচ্ছন্ন মন ও মগজ ভারী হয়ে উঠলে-
প্রতিযোগিতা শুরু হয় ঈশ্বরের সাথে;
মুয়াজ্জিন দিনে ডাকে পাঁচবার,
আমারও তো ইচ্ছে হয় শুধু একবার
খাটো স্বরে কানেকানে জপে দেই বীজমন্ত্র!
কান্না পেলে আমার ভেতরের নারী কেঁদে উঠে,
কেননা পুরুষ কাঁদতে পারে না।

আমার ভেতরে যে কবি শব্দে দিচ্ছে বুনট
অকাতরে বিলিয়ে দিচ্ছে দু:খ-বিলাস,
আদ্যোপান্ত বুঝেনি যে, শিখেছে কেবল শব্দ গোটাকতক!
সত্যিকারের সুখের বানানে শুরুতে দন্ত-স; জানে না সে,
জানলে একদিন মস্ত করে লিখত সুখ-কাব্য।

সুখপাখী আকাশে উড়ে না
ঝিম ধরে বসে থাকে মনের উঠানে-
যেন একটু ওম রোদ পেলেই পাখনা ঝাড়া দিয়ে উঠবে।
আমার ভেতরের নারী বালুচরি শাড়ি পড়ে,
পাড়ের আঁচল পানিতে ভিজিয়ে, কপালে ও সিঁথিতে লাগিয়ে দেয়ালের সাদা চুন
চিনি হাঁসের পালক ধরে উড়িয়ে দিয়েছে শরতের মেঘ।

আমার ভেতরে এক নারী বাস করে-
আবাদ করে অনাবাদী জমি,
সে আমার হাত ধরে – ধরেই থাকে শক্ত করে;
হাতের মধ্যেই রাখছে যেন একটি ঋদ্ধ পুরুষ।

20 thoughts on “অভ্যন্তরীণ

  1. একজন ঋদ্ধ পুরুষকে পূর্ণ করতে যাদের বাসভূমির প্রয়োজন তারাই থাক আপনার সর্বজুড়ে। শুভেচ্ছা এবং ভালোবাস মি. জাহিদ অনিক। শুভ দিন। :)

    1. ধন্যবাদ মুরুব্বি। কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো। 

      হ্যাপি ফ্রাইডে। 

  2. আর্শয্য! আপনি আপনার ভেতরের আপনাকে চিনে ফেলেছেন!

    বিজয়ের দিন আসতে বোধহয় বেশি দেরি করতে হবে না আপনাকে।

    নিজেকে সবাই চিনতে পারে না।

    এটা বলতে গিয়েই সক্রেটিসকে হেমলক পান করতে হয়েছিলো।

    শুভ কামনা আপনার জন্যhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

    আমি জানি আমি একজন সৎ লোক কিন্তু আমার ভেতরের আমাকে এখনও পরখ করে দেখি নি।

    1.  

      উহু ! আপনি যেটা বলেছেন সেটা অন্য জিনিস। সেই নিজেকে এখনো খুঁজে পাইনি। পরখ করা তো দূর কি বাত। 

      আমি কেবল আমার ভেতরের নারীকে কিছুটা চিনিজানি। 

       

      শুভ সন্ধ্যা মিঃ ইলহাম 

      1.  আমার বুঝতে হয়তো ভুল হয়েছে প্রিয় কবি মিঃ জাহিদ অনিক, এ জন্য আমি আন্তরিক ভাবে দুঃক্ষিত!

        অশেষ শুভকামনা আপনার জন্য প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      2.  

        ফিরে এসে পুনরায় মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা মিঃ ইলহাম 
         

  3. দারুণ একটা কবিতা পড়লাম । অসাধারণ চিত্রকল্প। কবিতাটা যখন পড়লাম আমিও অন্দরে এক নারীর অস্তিত্ব টের পেলাম!

    1.  

       

      মিড ডে ডেজারট  কবিতাটা যখন পড়লাম আমিও অন্দরে এক নারীর অস্তিত্ব টের পেলাম! আপনার চমৎকার মন্তব্যে মন ভরে গেল। 

       

      একরাশ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা 

  4. আপনার কবিতা পড়ে তো আমার কবিতা লেখার আগ্রহ চলে যাবে :) :) :)

    "সে আমার হাত ধরে – ধরেই থাকে শক্ত করে;
    হাতের মধ্যেই রাখছে যেন একটি ঋদ্ধ পুরুষ।"

     

     

  5. সে হাঁটে পায়ে মিলিয়ে পা, আমি হাঁটি
    সে হাসে কণ্ঠে মিলিয়ে কণ্ঠ, আমিও হাসি
    তার বিছানা বালিশ চাদর বড্ড পরিপাটি।

     

    * চমৎকার শব্দ চয়ন…

  6. কবির প্রতি শ্রদ্ধা রইলো/কবিতাপাঠে মুগ্ধতার চয়ন পেয়েছি।সাধু

মন্তব্য প্রধান বন্ধ আছে।