সতিনের সংসার
আমৃত্যু স্বাদের ফাঁকে ফাঁকে
তোকে দেখার বড় ইচ্ছে ছিল !
কত জল্পনাকল্পনার গান গেয়েছিলাম-
অবশেষে অম্লান হয়ে গেলো।
তোকে আর দেখা হলো না -যমুনা!
বৃদ্ধ জলস্রোত স্পর্শ কাতর বয়ে গেলো;
কারণ তোর সতিন বড় নির্দয় -পাষান-
সময়টুকু বালুচরের মতো চোরাজল হলো
তুই ভাবলি না এতটুকু ক্ষণ, চন, গন
আর কি পাবি ফিরে সেই ধন?
হায় নিয়তির খেলা ঘরে এ ঘর
এ কেমন রয় সতিনের সংসারে অঘর-
রবি নেই বাতাসের সুবাসও নেই-
শুধু অপমৃত্যুর ফাঁদ রয়ে গেলো।
লেখা জুড়ে এক বুক হাহাকার ছড়িয়ে আছে কবিবাবু।
জ্বি রিয়া দিদি
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
ধরতে পারলাম না, কয়েকবার পড়ে দেখি।
জ্বি নিশাদ দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
ভালো লেগেছে প্রিয় কবি


জ্বি ইলহাম দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
রবি নেই বাতাসের সুবাসও নেই-
শুধু অপমৃত্যুর ফাঁদ রয়ে গেলো … সতিনের সংসার।
জ্বি মুরুব্বী দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
বেশ হয়েছে।
জ্বি তুবা আপা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——
কত জল্পনাকল্পনার গান গেয়েছিলাম-
অবশেষে অম্লান হয়ে গেলো।
* কবি দা, মুগ্ধ…
জ্বি হুসাইন দা
কবিতা পাঠে প্রেরণা দেওয়ার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকবেন——