তুমি পারবে না কেন?

তুমি পারবে না কেন?

পারবো না বলে বসে থাকা নয়!
দশে যা পারে, তুমিও তা পারবে মনে হয়!
পারবো না বলেনি বীর মুক্তিযোদ্ধারা,
পারবো না বলে ঘরে বসে থাকেনি তাঁরা।
পারবো না বলেনি আমাদের জাতির পিতা।
তাহলে কি পেতাম আমরা, এই মহান স্বাধীনতা?
পারবো না বলে বসে থাকা নয়!
দশে যা পারে, তুমিও তা পারবে মনে হয়!

পেতাম না পেতাম না কখনওই মুক্তি,
মাথায় রেখেছে বুদ্ধি, হাতে রেখেছে শক্তি।
মনে রেখেছে সাহস, শরীরে রেখেছে বল,
মুখে ছিল শ্লোগান, জয়বাংলা জয়বাংলা
চল চল চল, সবাই মিলে যুদ্ধে চল।
তাইতো দেশ করেছে স্বাধীন, মুক্তি সেনার দল।
পারবো না বলে বসে থাকা নয়!
দশে যা পারে, তুমিও তা পারবে মনে হয়!

পারবো না কথাটি বলেনি কোনও বিজ্ঞানী,
করেছে চেষ্টা তাই হয়েছে কেউ মহাজ্ঞানী।
পারবো না বলে যদি বসে থাকতো ঘরে,
তাহলে কি যেতে পারতে ঐ আকাশে উড়ে?
পারতে না পারতে না যেতে সাগর তলে,
তুমিও করো সাধন পারবে তাহলে!
পারবো না বলে বসে থাকা নয়!
দশে যা পারে, তুমিও তা পারবে মনে হয়!

পারবো না কথাটি বলেনি মার্ক জাকার্বাগ,
করেছে সাধন তিনি, ছিল না তাঁর কোনও রাগ।
তাই হয়েছে আবিষ্কার স্বাদের এই ফেসবুক,
তাইতো দেখতে পারছো কত নিত্যনতুন মুখ।
কেউ লিখছ কবিতা, কেউ দিচ্ছো ছবি,
কেউ লিখছ উপন্যাস, কেউ হয়ে যাচ্ছো কবি।
পারবো না বলে বসে থাকা নয়!
দশে যা পারে, তুমিও তা পারবে মনে হয়!

_______________
০৬/০৯/২০১৮ ইং
ছবি ইন্টারনেট থেকে।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

12 thoughts on “তুমি পারবে না কেন?

  1. কেউ লিখছ কবিতা, কেউ দিচ্ছো ছবি,
    কেউ লিখছ উপন্যাস, কেউ হয়ে যাচ্ছো কবি।
    পারবো না বলে বসে থাকা নয়!
    দশে যা পারে, তুমিও তা পারবে মনে হয়!

    ___ সচেতনতাধর্মী লিখাটি অনেকের অনুপ্রেরণা হয়ে থাকবে বিশ্বাস করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা। আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে কৃতজ্ঞ।

  2. সেটাই তো। মানতেই হবে

    পারবো না বলে বসে থাকা নয়!
    দশে যা পারে, তুমিও তা পারবে মনে হয়! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আমিও একসময় পারিনি। সেজন্য বসে থাকিনি ।চেষ্টা করেছি, তাই পেছি আপনাদের কাছ থেকে এক সাগর ভালোবাসা ।

      আপনার জন্য সদা শুভকামনা থাকলো। 

  3. দশে যা পারে, তুমিও তা পারবে মনে হয়!

     

    * অনুপ্রেরণার আধার…

    1. আপনার সুন্দর মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মনির দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।