আমাদের শিশুদের পড়ালেখা দেখে আমার মনে হয়েছে, যারা শিক্ষা কারিকুলাম তৈরি করে তারা পড়ালেখা করেনা। শিশুর পারসোনালিটি ডেভেলপমেন্টের জন্য কী সহায়ক কী অন্তরায় তা তারা জানেনা। ছড়াটায় এর একটা পরিনতির কথা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর সাহিত্যমান নিয়ে আমি ভীষণ মুগ্ধ।
মুকুল মিত্রের এই ছড়াটাকে অসাধারণ বললে কম বলা হবে! যেমন মনকাড়া ছন্দ তেমন শব্দের বুনন!
একদম। তাইতো লেখাটি পোস্ট করলাম। ধন্যবাদ।
যুগোপযোগী, মননশীল এবং পছন্দনিয় শিক্ষা না হলে তা গ্রহন করা অত্যন্ত কঠিন। কেরানির চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে জিজ্ঞেস করেন আচ্ছা বলেনট কুয়াকাটার রাজধানী কোথায়? এর কোন মানে হয়? নার্সকে জিজ্ঞেস করে বাংলা সমাস কত প্রকার ও কি কি? সে নার্সং করবে নাকি সমাস পড়াবে?
ধন্যবাদ
মুকুল মিত্রের প্রতি আপনার মাধ্যমে আমাদের সম্মান। তিনি যথার্থ বলেছেন।
ধন্যবাদ দাদা
বাহ দাদা ভাই।
ধন্যবাদ
শ্রদ্ধা জ্ঞাপন করছি কবি মুকুল মিত্রকে।
অল্প কয়েক লাইনের ছড়া হলেও ব্যাপক মর্মার্থ লুকিয়ে আছে
ভালো লাগলো।
ধন্যবাদ
আমাদের শিশুদের পড়ালেখা দেখে আমার মনে হয়েছে, যারা শিক্ষা কারিকুলাম তৈরি করে তারা পড়ালেখা করেনা। শিশুর পারসোনালিটি ডেভেলপমেন্টের জন্য কী সহায়ক কী অন্তরায় তা তারা জানেনা। ছড়াটায় এর একটা পরিনতির কথা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর সাহিত্যমান নিয়ে আমি ভীষণ মুগ্ধ।
মুকুল মিত্রের এই ছড়াটাকে অসাধারণ বললে কম বলা হবে! যেমন মনকাড়া ছন্দ তেমন শব্দের বুনন!
একদম। তাইতো লেখাটি পোস্ট করলাম। ধন্যবাদ।
যুগোপযোগী, মননশীল এবং পছন্দনিয় শিক্ষা না হলে তা গ্রহন করা অত্যন্ত কঠিন। কেরানির চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে জিজ্ঞেস করেন আচ্ছা বলেনট কুয়াকাটার রাজধানী কোথায়? এর কোন মানে হয়? নার্সকে জিজ্ঞেস করে বাংলা সমাস কত প্রকার ও কি কি? সে নার্সং করবে নাকি সমাস পড়াবে?

ধন্যবাদ
মুকুল মিত্রের প্রতি আপনার মাধ্যমে আমাদের সম্মান। তিনি যথার্থ বলেছেন।
ধন্যবাদ দাদা
বাহ দাদা ভাই।
ধন্যবাদ
শ্রদ্ধা জ্ঞাপন করছি কবি মুকুল মিত্রকে।
অল্প কয়েক লাইনের ছড়া হলেও ব্যাপক মর্মার্থ লুকিয়ে আছে


ধন্যবাদ।





