জীবন যেখানে এসে
পথহীন থতমত বসে থাকে একা-
সেখানে দাঁড়িয়ে এক অণুদেহী কবি
পরমাণু ভেঙে ভেঙে ছন্দ বানায়-
জীবন ধর্ম ত্যাগ করে আর কবি তার
চোখের পাতায় লেখে
কবিতার শব্দহীন আলোর অক্ষর—
কবি তো তৃষ্ণার্ত পাখি অথবা ঈশ্বর
জীবন যেখানে এসে
পথহীন থতমত বসে থাকে একা-
সেখানে দাঁড়িয়ে এক অণুদেহী কবি
পরমাণু ভেঙে ভেঙে ছন্দ বানায়-
জীবন ধর্ম ত্যাগ করে আর কবি তার
চোখের পাতায় লেখে
কবিতার শব্দহীন আলোর অক্ষর—
কবি তো তৃষ্ণার্ত পাখি অথবা ঈশ্বর
মন্তব্য প্রধান বন্ধ আছে।
জীবন যেখানে যেমন শংকর দা।
ধন্যবাদ দাদা। শুভেচ্ছা নিরন্তর।














কথা সত্য।
ধন্যবাদ আপামনি। শুভ হোক।









কবি তো তৃষ্ণার্ত পাখি অথবা ঈশ্বর———–
ধন্যবাদ জানাই।


চমৎকার কবিচারণ। শুভ সকাল মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ বড়দা
কবিতায় প্রাণ রয়েছে।যথার্থ…
ধন্যবাদ দাদা

কবির অন্তত একটি সঙ্গা দারুণ ভাবে ফুটে উঠেছে প্রিয় কবি আপনার এই কবিতায়!
জীবন যেখানে আঁটকে যায় কবিই কেবল পারে তখন পরমাণু ভেঙ্গে দিয়ে পথ বের করে দিতে!
শুভেচ্ছা প্রিয় কবি মিঃ শংকর দেবনাথ অসাধারণ এই কবিতা উপহার দেয়ার জন্য




ধন্যবাদ। শুভকামনা সতত।

আট লাইনের এই কবিতাটা নিয়ে আশি লাইনের একটা রিভিউ লেখা যেতে পারে। এতো ভালো লেগেছে আমার; এতো মুগ্ধতা মেশানো এটা!
আপনি জাত কবি। যেটুকু লেখেন অন্তর গলিয়ে লেখেন। লেখার শুরুতে একটা ঝাঁকুনি খাই; শেষে এসে স্তব্দ হয়ে ভাবি, "তারপর"?
ধন্যবাদ জানাই
সুন্দর।
ধন্য হলাম দিদিভাই। ধন্যবাদ।