তুমি আসবে কি?

তুমি আসবে কি?

তুমি কে কাঁদো এই নদীর কিনারায়
কেন কাঁদো একবার বলো না আমায়,
তোমায় দেখে ব্যাকুল মনটা আমার
যেন দেখেছি আগে কোথাও তোমায়।

তোমার চোখ দুটি অটল চেরা
তোমার চাহনিতেও ময়া ভরা,
তুমি যেন এক আকাশের তারা
তোমায় দেখে এই মন দিশেহারা।

বলো তুমি কোন বাগানের ফুল
তুমি কোন আকাশের চাঁদ?
তোমায় সহস্রবার দেখলে আমার
মিঠে না যেন মনের স্বাদ!

তুমি কন্যা কাঁদো কার জন্য
বলো বলো তুমি শুনে হই ধন্য,
আমাকে শোনাও মনের কথা
আমি যে হলাম এক নগন্য।

কেঁদো না আর কন্যা নদীর তীরে
তোমার রূপ দেখে মন চায় তুলে নিতে,
আসবে কি আমার এই মনের ঘরে
পারবে কি আমায় সব ভুলিয়ে দিতে?

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “তুমি আসবে কি?

  1. চমৎকার। এই কবিতাটির জন্য বাড়তি শব্দের প্রয়োজন দেখি না। শুভসকাল মি. নিতাই বাবু। ধন্যবাদ।

    1. আপনাকেও অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।