তুমি আসবে কি?
তুমি কে কাঁদো এই নদীর কিনারায়
কেন কাঁদো একবার বলো না আমায়,
তোমায় দেখে ব্যাকুল মনটা আমার
যেন দেখেছি আগে কোথাও তোমায়।
তোমার চোখ দুটি অটল চেরা
তোমার চাহনিতেও ময়া ভরা,
তুমি যেন এক আকাশের তারা
তোমায় দেখে এই মন দিশেহারা।
বলো তুমি কোন বাগানের ফুল
তুমি কোন আকাশের চাঁদ?
তোমায় সহস্রবার দেখলে আমার
মিঠে না যেন মনের স্বাদ!
তুমি কন্যা কাঁদো কার জন্য
বলো বলো তুমি শুনে হই ধন্য,
আমাকে শোনাও মনের কথা
আমি যে হলাম এক নগন্য।
কেঁদো না আর কন্যা নদীর তীরে
তোমার রূপ দেখে মন চায় তুলে নিতে,
আসবে কি আমার এই মনের ঘরে
পারবে কি আমায় সব ভুলিয়ে দিতে?
রোম্যান্টিক লেখা উপহার দিয়েছেন দাদা। ফুলেল শুভেচ্ছা জানাই।
আপনাকে অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আশা করি ভালো থাকবেন।
চমৎকার। এই কবিতাটির জন্য বাড়তি শব্দের প্রয়োজন দেখি না। শুভসকাল মি. নিতাই বাবু। ধন্যবাদ।
আপনাকেও অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় কবি দাদা। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।