তুমি এসেছিলে ঘুমঘোরে

কাল সারাটি রাত ধরে
তুমি ছিলে স্বপন মাঝে
ঘুমেরই ঘোরে।।

কোথা দিয়ে কেটেছিল রাত
এসেছিল বসন্ত বাতাস
বুঝিনিতো আমি, বুঝিনি
কে এসেছিল আমারই দ্বারে।।

একটু খানি পরশ এখনও আছে লেগে
বুঝেছি তাই ঘুম থেকে জেগে
এসেছিলে যদি ডাকনি কেন নামটি ধরে
দিয়ে কেন গেলে না স্মৃতির পেয়ালা ভরে।

তুমি কি এসেছিলে নীরব পায়ে
ঘুম ঘুম আবেশে
বসন্ত হয়ে জোনাকির সাথে
রাতের আঁধারে।।

12 thoughts on “তুমি এসেছিলে ঘুমঘোরে

  1. অসাধারণ প্রচ্ছদের সাথে মিষ্টি কবিতা। আর কী লাগে!! শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কোথা দিয়ে কেটেছিল রাত
    এসেছিল বসন্ত বাতাস
    বুঝিনিতো আমি, বুঝিনি
    কে এসেছিল আমারই দ্বারে।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_whistle3.gif

    1. ভাইয়া, আসলে কিন্তু কবি নই, আমি নিকেকে ঔপ্যন্যাসিক ভাবতে ভালবাসি। তবে হ্যা একসময় গান, কবিতা লিখতাম এ কথা অস্বীকারের উপায় নেই।

      ধন্যবাদ এবং শুভকামনা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।