আকাশের চেয়ে অনেক দ্রুততম সময়ে
রঙ বদলাও তুমি নিমিষে-
কখনো অযাচিত লাল
আবার অকারণ নীল।
বায়বীয় পদার্থের মত মিশে যাও বাতাসে
কখনো জলের মতো ঠিকানা খোঁজ পাতালে
আবেষ্টনী তৈরি কর আমার চার পাশে কদাচিৎ
আমি কিন্তু মোহান্ধ থেকেছি, হয়ে চিরহরিৎ।
আকাশের চেয়ে অনেক দ্রুততম সময়ে
রঙ বদলাও তুমি নিমিষে-
কখনো অযাচিত লাল
আবার অকারণ নীল।
বায়বীয় পদার্থের মত মিশে যাও বাতাসে
কখনো জলের মতো ঠিকানা খোঁজ পাতালে
আবেষ্টনী তৈরি কর আমার চার পাশে কদাচিৎ
আমি কিন্তু মোহান্ধ থেকেছি, হয়ে চিরহরিৎ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অপুর্ব! আমরা অনেক সময় নিজের অজান্তেই আমাদের রঙ বদলে ফেলি!
আর ভালোবাসার ক্ষেত্রে রঙ বদলানো একটা খেলা বটে!
রঙের রঙিন খেলা …/নামকরণ স্বার্থক হয়েছে
* ধন্যবাদ সুপ্রিয় কবি ইলহাম ভাই, মন্তব্যে অনুপ্রাণিত…
এই ভাবে নিজেকে বদলানোর সুযোগ থাকলে মন্দ কি !! শুভেচ্ছা প্রিয় কবি।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ। রঙ বদলানো সবসময়তো ইতিবাচক নয়…
বাহ সুন্দর কবি দা—————–
* ধন্যবাদ সুপ্রিয় কবি দা…
পিন পয়েন্ট সুন্দর কবিতা। অভিনন্দন কবি দা।
* সুপ্রিয় কবি দি, অনুপ্রাণিত হলাম…
অনেক সুন্দর।
* অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি দাদা…