মিস্ বললেন – বল্ তো তৃষা
কিসমিস হয় কীসে?
ইস্ কী সোজা! – বললো তৃষা
ওষ্ঠেতে দাঁত পিষে-
কিস্ টা যখন মিস হয়ে যায়
কাউকে দিতে গিয়ে-
তখ্খুনি তো কিস মিস হয়
কষ্ট মনে নিয়ে।
9 thoughts on “ফাটকা কথার টাটকা ছড়া”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
হুম। কথা তো সত্যই বলেছে। শুভ সকাল মি. দেবনাথ।
শুভসকাল দাদা
অসাধারণ—————
ধন্যবাদ।
লেখা সুন্দর হয়েছে দাদা। আজ দুটো পোস্টে দেখলাম নিজের ছবি নিজের পোস্টে ব্যবহার করা হয়েছে। আমি বুঝিনি।
উদ্দেশ্যহীনভাবেই দিলাম। ধন্যবাদ দিদি
প্রিয় শংকর দা! ছবিটাতে দারুণ লাগছে!
কিসমিস এর ছড়াটাও দারুণ


সুন্দর শংকর দা।
* চমৎকার…