ফাগুনের কবিতা ৫

ফাগুনের কবিতা ৫

ভালোবাসো তাই ভেবোনা
মেঘ কিনেছি তোমার জন্য;
তাকে আমি বন্ধী করি
সংগোপনে কারণ অন্য।

ভালোবাস তাই ভেবোনা
বৃষ্টি গুলো তোমায় দেব;
তাকে রাখি বুক পকেটে
কান্নায় মুখ ধুয়ে নেব।

ভালোবাসো তাই ভেবেনা
চাঁদের আলোয় সাথী হবে;
ভালোবাসায় সুখ দিয়েছে
কোন রমনী কাকে কবে।

ভালোবাসো তাই ভেবোনা
বিশ্বাস সব তোমায় দেব;
প্রেম কিনতে প্রেমই লাগে
বিশ্বাসি হয়ে বিশ্বাস নেবো।

___________
ছবি : সিম্বলিক।

18 thoughts on “ফাগুনের কবিতা ৫

  1. প্রেম কিনতে প্রেমই লাগে …  বিশ্বাসি হয়ে বিশ্বাস নেবো। দারুণ আত্ম-প্রত্যয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বিরহ মিলন যেটাই হোক ফাগুনের কবিতা পড়লে মন ভালো হয়ে যায়। শুভেচ্ছা মন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. ফাগুনের কবিতা ৫  – এ বর্তমান সময়ের ভালোবাসার অপ্রিয় সত্য গুলো উঠে এসেছে!

    গুড জব প্রিয় কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. ভালোবাস তাই ভেবোনা
    বৃষ্টি গুলো তোমায় দেব;
    তাকে রাখি বুক পকেটে
    কান্নায় মুখ ধুয়ে নেব।

     

    * অসাধারণ এক বাণীচিত্রণ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।