ভালোবাসার কাব্য – বিশ

গ্রীষ্মের খর তাপে
পাঠালাম তৃষ্ণা অন্তহারা,
তুমি তারে দিয়ো
বুকের ঝরনা ধারা।

বরষার শ্যামল মেঘে
পাঠালাম বুকের কান্না,
তুমি তারে দিয়ো
চোখের প্রিয় আঙিনা।

শরতের শান্ত জ্যোৎস্নায়
পাঠালাম হৃদয়ের উষ্ণতা,
তুমি তারে দিয়ো
ঠোঁটের মধুর মৌনতা।

হেমন্তের মৃদুমন্দ বায়
পাঠালাম নবযৌবনের আহবান,
তুমি তারে দিয়ো
কণ্ঠের সকল প্রিয়তান।

শীতের ঘন কুয়াশায়
পাঠালাম বিষন্ন অভিমান,
তুমি তারে দিয়ো
অনুরাগের কিছু গান।

বসন্তের সোনালি রোদে
পাঠালাম একটু ভালোবাসা,
তুমি তারে দিয়ো
মৃত্যুঞ্জয়ীর চিরঞ্জীব ভাষা।

6 thoughts on “ভালোবাসার কাব্য – বিশ

  1. ভালোবাসার কাব্য থেকে এই বয়সে এখন আর তেমন কিছু নেয়ার থাকে না। শুধুই পড়ে যাওয়া। :) লিখায় অসাধারণ শব্দ মিল আকৃষ্ট করলো প্রিয় কবি মি. সফি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ছয় ঋতুর চমৎকার দানে ভরপুর প্রকৃতির চিত্র আর ভালবাসার অপার আনন্দটুকু দারুণ ভাবে অংকিত হয়েছে । শুভকামনা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।