ভালোবেসে দ্যাখো

ভালোবেসে দ্যাখো-
মস্ত বড় আকাশ দেবো
উড়বে হাজার পাখি,
মন ভোলানো মুগ্ধ হবে
এক পলকে তোমার আঁখি!

ভালোবেসে দ্যাখো-
পারিজাতের বাগান দেবো
থাকবে রঙিন প্রজাপতি,
যুগল ডানায় ছবি শত
তুমি-ই তার অধিপতি!

ভালোবেসে দ্যাখো-
সন্ধ্যা তারায় সন্ধ্যা দেবো
উড়বে শত ফানুস,
উচ্ছ্বাসেতে স্বপ্ন ছুঁবে
দেখবে সারি মানুষ!

ভালোবেসে দ্যাখো-
শান্ত শীতল রাত্রি দেবো
সাথে নিজুত কোটি জোনাকি,
আলোয় আলোয় ভিন্ন জগত
অবাক চোখে বলবে একি!

ভালোবেসে দ্যাখো-
পূর্ণিমাতে ফোঁটা দেবো
জ্যোত্স্না ভরা চাঁদ,
চন্দ্রকন্যা দেখবে চেয়ে
মাথা রেখে আমার কাঁধ!

ভালোবেসে দ্যাখো-
টারশিয়ারী পাহাড় দেবো
ঝরবে ঝিরি ঝর্ণা,
বিলি কেটে ভিজবে কেশ
মর্মপটের পাহাড় কন্যা!

মৃধা মোহাম্মাদ বেলাল সম্পর্কে

মৃধা মোহাম্মাদ বেলাল তরুণ লেখক ও কবি। জন্ম ১৯৯৬ সালে ৫ই জুন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামে। পিতা- ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক মৃধা, মাতা- গৃহিণী হোসনেয়ারা বেগম। চার ভাই-বোনের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। লেখালেখির অভ্যাস নবম শ্রেণি থেকে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, কলাম ও ফিচার। তার লেখায় ফুটে উঠেছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, নাগরিক অধিকারের বহু মাত্রিক দিক এবং প্রেম-বিরহ-প্রণয়। বর্তমানে তিনি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

20 thoughts on “ভালোবেসে দ্যাখো

  1. জীবনে এমনটাই চেয়েছিলাম আজ থেকে ১৭ বছর আগে। এখনও কিছু পাইনি। এই গেলো আমার ব্যক্তিগত প্রাপ্তি। :) আপনার কবিতা সুন্দর হয়েছে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অন্তর থেকে শুভেচ্ছা ও শরতের এক রাশি সাদা কাশফুলের শুভেচ্ছা প্রিয়কবি! জীবনান্দ লিখেছেন– "কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে?" সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই! হয়তো কেউ একজন আছে দাঁড়িয়ে দূরে। 

  2. ভালোবেসে দ্যাখো-
    পূর্ণিমাতে ফোঁটা দেবো
    জ্যোত্স্না ভরা চাঁদ,————-চমৎকার

     

  3. ভালোবেসে দ্যাখো – এটা দেবো সেটা দেবো। কালো গাইয়ের দুধ দেব। 

    এইখানে আমার আপত্তি আছে, ভালোবাসলে তবেই কেবল দেব- নচেৎ দেব না; এই নিয়মটা বড্ড সার্থপর। ভালোবাসা তো এতটা সংকীর্ণ নয়। 

    1. ব্যাপারটা "গিভ মি  এ চান্স" এর মতো ভাই। আপনার ভাবনাটা আমারাও ভাবনা। শুভেচ্ছা থাকলো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  4. ভালোবেসে দ্যাখো-
    টারশিয়ারী পাহাড় দেবো
    ঝরবে ঝিরি ঝর্ণা,
    বিলি কেটে ভিজবে কেশ
    মর্মপটের পাহাড় কন্যা!

     

    * বাহ! বেশ চমৎকার… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5.  কবিতাটি দারুণ! শুভেচ্ছা প্রিয় কবি!

    ভালোবাসা নিয়ে হুমায়ুন আহমেদ যেটা বলেছেন সেটার হুবহু মনে নেই তাই ঘুরিয়ে পেচিয়ে বলতে হচ্ছে,  ভালবাসার কারণে মানুষের কঠিন শাস্তি হয়েছে কিন্তু   ghrina করার কারনে কঠিন শাস্তি হয় নি।

    ইংলিশে যেটা লিখতে বাধ্য হয়েছি  সেটা অভ্র ফন্টে লিখলে হয়ঃ ৃনা

    আমার ল্যাপটপে অভ্র এবং বিজয় দুটোই আছে এ জন্য এই সমস্যা হচ্ছে কি না বুঝতে পারছি না।

    1. ভালোবাসা পেলে শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি! কষ্ট করে পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ দাদা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।