উত্তাল আজ এই পৃথিবীর মানচিত্র;
চারিদিকে আজ যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ,
বুঝিনা আমরা এ কেমনতর সভ্য ?
শুনেছি বিবাদে জড়ায় নাকি মূর্খ;
তবেকি মানুষ আজ সুশিক্ষিত মূর্খ
নিজেই নিজেকে করে দেখো প্রশ্ন।
ক্লান্ত চোখে দেখি বিশ্বজয়ের স্বপ্ন
সে স্বপ্নে ঢুঁকে গেছে গভীর ষড়যন্ত্র
হে ঈশ্বর;
সফল যেনো না হয় সেই ষড়যন্ত্র।
একটা পৃথিবী চাই; চাই একটাই মানচিত্র
কাঁটাতার আর জাতিভেদে হবো অভিন্ন,
সকল তন্ত্র ভুলে হবে শুধুই মানবতন্ত্র
এই হোক আমাদের বাঁচার মূলমন্ত্র।
একটা পৃথিবী চাই ; চাই একটাই মানচিত্র
কাঁটাতার আর জাতিভেদে হবো অভিন্ন ,
সকল তন্ত্র ভুলে হবে শুধুই মানবতন্ত্র
এই হোক আমাদের বাঁচার মূলমন্ত্র ৷
নির্মেদ আবাহন।
জ্বী জনাব , এমন পৃথিবী হলে কতো সুন্দর হতো
পৃথিবী সুন্দর হোক। মানুষের বাসযোগ্য হোক। শুভ সকাল কবি।
ধন্যবাদ মুরব্বী
দারুণ লাগে আপনার সব কবিতা। অভিনন্দন কবি দা।
আপনার ভালোলাগায় আমিও অনুপ্রাণিত ধন্যবাদ দিদিভাই