জীবনের পঙ্ক্তিমালা

অসহায় জীবনের পরিত্যক্ত দেয়াল জুড়ে
শেওলা কাঁদার মতোই কষ্টেরা পরে আছে,
স্মৃতির বনসাই সাজানো হৃদয় করিডোরে
আশাগুলো আলোক লতার মতো ঝুলছে।

যন্ত্রণারা ড্রইং রুমে অগোছালো পড়ে আছে
আর স্বপ্নগুলো আছে সিলিংয়ে বন্দী পড়ে,
ইচ্ছেশক্তিটা আজ এখনো জীবিত’ই আছে
তবুও ব্যার্থতার চোরাবালিতে’ই আছি পড়ে।

অশ্রুজল আজ হুরমুরিয়ে দু’চোখে ঝড়ছে
তবু চশমায় সে জল রেখেছি আড়াল করে,
কপালে আজ দুঃচিন্তার রেখা ভীর করেছে
তাকেও ঠিক রেখেছি হাসির আড়াল করে।

জীবনটাই যেন বড় বোঝা জীবনের কাছে
প্রতিনিয়ত বাস্তবতার কষাঘাত সহ্য করে,
আত্মহত্যা মহাপাপ তাইতো আজও বেঁচে
অথচ নিত্য জীবন চিতায় ছাই হচ্ছি পুড়ে।

8 thoughts on “জীবনের পঙ্ক্তিমালা

  1. জীবনের পঙ্ক্তিমালা সব সময় সুখকর হয় না দাদা। মেনে নিয়ে চলতে হয়। :(

  2. যন্ত্রণার ড্রইং রুম সবসময় অগোছালোই পড়ে থাকে কবি ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।