হারিয়েছো শান্তির নিরবিচ্ছিন্নতা

তোমার কাছেই হলো না যাওয়া,
তোমার কাছেই বারে বারে হেরে যাওয়া,
আমার লোভ, আমার না পাওয়ার হিংসা,
প্রতি ক্ষন তোমাকেই পেতে চাওয়া,
প্রতিক্ষন তোমার কাছেই ফিরে যাওয়া।

তুমি তো অন্য কারো! অন্য ভুবনের,
তোমার মনে কখনোই হয়তো ছিলো না,
কোন গান, ছিলো না কোন ছায়া,
এই লোভী এক মানুষের জন্য,
এই স্বার্থপর এক দানবের জন্য।

তুমি কখনো কোন এক বিষন্ন মনে,
ভুলে অথবা প্রসন্ন চিত্তে,
মায়া অথবা দয়ালু ভাবনায়,
তাকিয়েছো কখনো সখনো,
আমি লোভে আক্রান্ত এক মানুষ,
ভাবনায় নিয়েছি তোমাকে,
হাত দিয়েছি বাড়িয়ে এক বিভ্রান্ত চিন্তায়।

ভুল আর লোভে ভরা এই আমি,
ভালোবাসা আর ভালো লাগার মোহে,
পথ চলি এক দীর্ঘ পথ,
ভুল বুঝি প্রতি পদে পদে,
তোমাকেও করেছি বিব্রত আর দিশেহারা,
এই দিশেহারা, এই বিব্রতবোধে,
প্রতিদিন এক পাপবোধে আছন্ন তুমি,
হারিয়েছো নিজের শান্তির নিরবিচ্ছিন্নতা।

3 thoughts on “হারিয়েছো শান্তির নিরবিচ্ছিন্নতা

  1. কবিতাকে আবৃতির মতো করে পড়ার চেষ্টা করলাম মি. কাজী রাশেদ। ভালোই লাগে। :)

  2. আপনার কবিতার স্নিগ্ধতা আমার কাছে ভাল লাগে কবি। :)

  3. আমি লোভে আক্রান্ত এক মানুষ,
    ভাবনায় নিয়েছি তোমাকে,
    হাত দিয়েছি বাড়িয়ে এক বিভ্রান্ত চিন্তায়।

    * অনেক সুন্দর কবিতা পড়লাম… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।