–পথ বিভাজন

–পথ বিভাজন

পথ আগলে থাকে পথ, নন্দন স্বপ্ন নিয়ে
কথিত কথায় জানে সব, শুধুই বিরহ ক্ষ্যেত
কথায় বলে বু্দ্ধিতে চালাক, অবোধ খায় ধোকা
অষ্ট প্রহর বেলা শেষ, বিষন্ন সন্ধ্যা বেলা।
পথেই যখন জীবন মৃত্যু, খন্ডিত বাসনা যায় ক্ষয়ে
আলো ফোটার বাসনা লয়ে, দিকে দিকে এ কি সম্ভার?

কেউ বলে ঐ পথে যাও?
কেউ বা বলে একটু সবুর?
কেউ বলে এ পথে কেন?
কেউ বা বলে ঘরে ফিরো?

এমনি সুতার জালে পথ মোড়ানো, যেন গোলক ধাঁ ধাঁ
পথ খুঁজে না পায় নবীন পথিক, সুবোধ চর্চায় পথে হাঁটা
এমনি পথের নেশায় পথিক সজ্জন, কুস্তরী নেশায় ছুটে
দ্বীপ জ্বেলে যায় দ্বীপ শিখার তরে, যাপিত কাল পথ পথে।

১৪২৫/ শ্রাবণ/বর্ষাকাল।

10 thoughts on “–পথ বিভাজন

  1. কবিতা সুন্দর হয়েছে কবি দা। অবশ্যি আপনি অভিজ্ঞ লেখক। ভাল লেখাই তো প্রত্যাশা করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কবিকে আমার শারদ ভালোবাসা, জীবন বাঁচুক শারদ রসে।

    1. কবি আমার শারদ ভালোবাসা লইবেন,

      জীবন বাঁচুক সুখে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।