চোখের কোনো রং নেই

একটি ল্যান্ডস্কেপ,
পরিত্যক্ত রোদের কিরণে আদ্রতা হারিয়েছে,
চোখের কোনো রং নেই; অন্ধকারে স্বচ্ছ দেখে!

একটি সুপ্ত মন,গোলাপের মত পুষ্প বৃন্তদল,
যার খুব গভীরে নিরন্তন প্রেমের শিকড় শুরু!

জানি যে,আমি তোমার সব এই সব দিন রাত্রে
কারণ আমি তোমার ভিতরে নিভৃত থাকি মিশে!

জং ধরা ডাক বাক্স,নেই ডাক পিয়ন-নষ্ট লেফাফা,
শীতের রাত্রে ডাহুক চোখে ঘুম নিদ্রায় অনিবিড় মন!

একটি ল্যান্ডস্কেপ,
পরিত্যক্ত রোদের কিরণে আদ্রতা হারিয়েছে,
চোখের কোনো রং নেই; অন্ধকারে স্বচ্ছ দেখে!

১১/১০/১৮

6 thoughts on “চোখের কোনো রং নেই

  1. একটি ল্যান্ডস্কেপ,
    পরিত্যক্ত রোদের কিরণে আদ্রতা হারিয়েছে,
    চোখের কোনো রং নেই; অন্ধকারে স্বচ্ছ দেখে।

    সুন্দর হয়েছে কবিতাটি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।