নিন্মচাপের মতো ফিরে ফিরে আসো

আমার আকাশ জুড়ে আজ ভাবনার মেঘ,
মনের জানালায় আজ অবিরাম বৃষ্টি,
সুখ কিম্বা দুঃখ,
আনন্দ অথবা বেদনা।
প্রকৃতি আজ আমারই সাথে আকাশকে
করেছে মেঘলা,
বুকের কষ্টগুলোকে সাজিয়েছে যত্নে,
কষ্টের নিদারুন চাপে গুমরে উঠছে মন,
কষ্টের মেঘেরা হয়েছে বৃষ্টি ।
সেই বৃষ্টির নোনা জলে আমার অবগাহন।

দমকা হাওয়ায় ঝির ঝিরে বৃষ্টি অথবা উত্তরের হিমেল হাওয়া,
আমার মনের ভাবনার মেঘে শুধুই তূমি,
আর তুমি, তোমার আসা যাওয়া,
তোমার স্বপ্ন দেখা,
তোমাকে না পাওয়ার বেদনা,
বিষন্ন এই মন, তারপরেও
নিন্মচাপের মতো ফিরে ফিরে আসে,
আর শুধু তোমাকেই খুঁজে ফিরে।

3 thoughts on “নিন্মচাপের মতো ফিরে ফিরে আসো

  1. সার্বিক প্রকৃতিও আপনার মতো করে বলবে আজ মি. কাজী রাশেদ। অভিনন্দন। :) কেমন আছেন ?

  2. নন্দিত শুভেচ্ছা কবি ভাই। শুভ সন্ধ্যা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।