ভালোবাসার কাব্য – চব্বিশ

তুমি গাও আর নাই গাও
আজ গাইছে কোকিল,
তুমি হাসো আর নাই হাসো
আজ হাসছে নিখিল।
তুমি ভালোবাসো আর নাই বাসো
আজ কৃষ্ণচূড়া হসন্ত,
তুমি আসো আর নাই আসো
আজ এসেছে বসন্ত।

/ড. মোঃ সফি উদ্দীন

4 thoughts on “ভালোবাসার কাব্য – চব্বিশ

  1. তুমি ভালোবাসো আর নাই বাসো
    আজ কৃষ্ণচূড়া হসন্ত,
    তুমি আসো আর নাই আসো
    আজ এসেছে বসন্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।